কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার জানু মাঠে নেমেছেন। তিনি এ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষন করছেন।
বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর সেবায় নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে রবিবার (২৩মে) দুপুরে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, ‘আমি মনোনয়ন পেলে ও নির্বাচিত হলে বুড়িচং-ব্রাহ্মনপাড়া উপজেলা থেকে মাদক, দূর্নীতি ও সন্ত্রাস নিমুল করবো, পাশাপাশি দুই উপজেলার মানুষের খাদ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা করবো।’
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on May 23, 2021 8:18 pm by প্রতি সময়