বহুল আলোচিত কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে ‘ভালো মানুষ হিসেবে পরিচিত’ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খানকে মনোনয়ন দেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। সেই সঙ্গে তিনি সঠিক সিদ্ধান্তের জন্য মনোনয়ন বোর্ডকেও অভিনন্দন জানান।
কুমিল্লা-৫ আসনের দলীয় মনোনয়ন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের হাজী বাহার এমপি বলেন, অ্যাডভোকেট আবুল হাসেম খান একজন বীর মুক্তিযোদ্ধা ও দলের পরীক্ষিত নেতা। একজন ভালো মানুষ। দলের সঠিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে জানাই কৃতজ্ঞতা ও অভিনন্দন। এছাড়া এমপি বাহার পরিচ্ছন রাজনীতিবিদ অ্যাডভোকেট হাসেম খানকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করে মহান সংসদে তাদের পক্ষে কথা বলার জন্য বুড়িচং-ব্রাক্ষনপাড়াবাসীকে আহবান জানান।
উল্লেখ্য,আজ শনিবার (১২ জুন) সকাল ১১টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমিল্লা-৫ আসনে সর্বোচ্চ সংখ্যক ৩৫ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খানকে দলীয় মনোনয়ন দেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 12, 2021 8:54 pm by প্রতি সময়