কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটকেন্দ্রের তালিকা অনুযায়ী বুড়িচং উপজেলায় রয়েছে ৯৪টি ভোটকেন্দ্র এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় রয়েছে ৬৮টি ভোটকেন্দ্র। দুই উপজেলায় খসড়া তালিকা অনুযায়ী ভোট কেন্দ্রের সংখ্যা হলো ১৬২টি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয়ের ৩০ জুলাই তারিখের স্মারকমূলে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা অনুসারে খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করা হয়েছে। খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবী/আপত্তি গ্রহনের শেষ তারিখ ৩১ আগষ্ট, প্রাপ্ত দাবী/আপত্তির নিষ্পত্তির শেষ তারিখ ১১ সেপ্টেম্বর, খসড়া ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ১৭সেপ্টেম্বর।
বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নের ৯৪টি খসড়া ভোটকেন্দ্রের মধ্যে রাজাপুর ইউনিয়নে ১১টি, বাকশীমূল ইউনিয়নে ১১টি,বুড়িচং সদর ইউনিয়নে ১২টি, ষোলনল ইউনিয়ন ১২টি, ময়নামতি ইউনিয়ন ১২টি, মোকাম ইউনিয়ন ১৩টি, ভারেল্লা উত্তর ইউনিয়নে ৭টি এবং ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে ৯টি।
অপর দিকে ব্রাহ্মনপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের ৬৮টি খসড়া ভোটকেন্দ্রের মধ্যে মাধবপুর ইউনিয়নে ৯টি, শিদলাই ইউনিয়নে ৯টি, চান্দলা ইউনিয়নে ৮টি, শশীদল ইউনিয়নে ১১টি, দুলালপুর ইউনিয়নে ৭টি, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে ৯টি, সাহেবাবাদ ইউনিয়নে ৮টি এবং মালাপাড়া ইউনিয়নে ৭টি।
বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নের ৯৪টি খসড়া ভোটকেন্দ্রের তালিকা:
বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ১১টি। এগুলো হলো-পাঁচোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চড়ানল সরকারী প্রাথমিক বিদ্যালয়, লড়িবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়,রাজাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র,রাজাপুর পূর্বপাড়া লাল মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বারেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বারেশ্বর উচ্চ বিদ্যালয়,শংকুচাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শংকুচাইল উচ্চ বিদ্যালয়, উত্তরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর গ্রাম হিফজুল কোরআন এতিমখানা ও মাদাসা (পাকা ভবন)।
বাকশীমূল ইউনিয়নে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ১১টি। কেন্দ্রগুলো হলো- ছোট হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়, মোর্শেদা বেগম বহুমুখী উচ্চ বিদ্যালয় (পশ্চিম পাশের ভবন কেন্দ্র-১), মোর্শেদা বেগম বহুমুখী উচ্চ বিদ্যালয় (দক্ষিণ পাশের ভবন কেন্দ্র-২),কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রী কলেজ (পশ্চিমের ভবন কেন্দ্র-১), কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রী কলেজ ( দক্ষিনের ভবন কেন্দ্র-২), বাকশীমূল উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাকশীমুল সরকারী প্রাথমিক বিদ্যালয়, পিতাম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়,পাহাড়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,ফকির বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ।
বুড়িচং সদর ইউনিয়নে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ১২টি। ভোটকেন্দ্রগুলো হলো-জগতপুর এ.ডি.এইচ ফাজিল মাদ্রাসা (মূল ভবন কেন্দ্র-১), জগতপুর এ.ডি.এইচ ফাজিল মাদ্রাসা (নতুন ভবন কেন্দ্র-২),জগতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ণমতি সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ণমতি এম.এ উচ্চ বিদ্যালয়,উত্তর হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, কালি নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়,আরাগ আনন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বুড়িচং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়,ফজর আলী উচ্চ বিদ্যালয়।
ষোলনল ইউনিয়নে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ১২টি। কেন্দ্রগুলো হলো-খাড়াতাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়,গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,শিবরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়, ভরাসার সরকারী প্রাথমিক বিদ্যালয়,পয়াত সরকারী প্রাথমিক বিদ্যালয়, মহিষমাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,পূর্বহুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়, শিমাইলখাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,বালিখাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
পীরযাত্রাপুর ইউনিয়নে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ৭টি। খসড়া ভোটকেন্দ্রগুলো হলো- সাদকপুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা(দক্ষিণ ভবন কেন্দ্র-১), সাদকপুর ইসলামিয়া সিনিয়র আলীম মাদ্রাসা (পূর্ব ভবন কেন্দ্র-২), উত্তর শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,পীরযাত্রাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়,কন্ঠনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর ইসলামিয়া ফজিল মাদ্রাসা।
ময়নামতি ইউনিয়নে ১২টি খসড়া ভোটকেন্দ্র হলো- চাঁন্দসার জিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাঁন্দসার হাজী মোকসুদ আলী ভ্ইূয়া উচ্চ বিদ্যালয়,নামতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘোষনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়,কাজীমুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়, শাহদৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,ময়নামতি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা, ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজ (উত্তর পাশের ভবন,কেন্দ্র-১),ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজ (দক্ষিণ পাশ্বেও ভবন,কেন্দ্র-২),ময়নামতি সরকারী প্রাথমিক বিদ্যালয়, হরিণধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, হরিণধরা উচ্চ বিদ্যালয়।
মোকাম ইউনিয়নে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ১৩টি। কেন্দ্রগুলো হলো- আবিদপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, আবিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিকারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোরপাই কাকিয়ারচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, কোরপাই সরকারী প্রাথমিক বিদ্যালয়,লোয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়,নিমসার উচ্চ বিদ্যালয়,নিমসার সরকারী প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম মনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাবিলা বাজার নেছারিয়া হাফিজিয়অ মাদ্রাসা, বাড়াইর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আড়াইর হাজী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়, পাঁচকিত্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
ভারেল্লা উত্তর ইউনিয়নে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ৭টি। কেন্দ্রগুলো হলো-কংশনগর উচ্চ বিদ্যালয়, রামচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামচন্দ্রপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা, কুসুমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,পারুয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম সিং সরকারী প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম সিং রহমত ভূইয়া নুরানী মাদ্রাসা।
ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি। এগুলো হলো-মজলিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর আবদুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়, ভারেল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভারেল্লা শাহ নুরদ্দিন উচ্চ বিদ্যালয়, শোভারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামপুর উচ্চ বিদ্যালয়, এদবারপুর ডিএস ইসলামিয়া দাখিল মাদ্রাসা,সোন্দ্রম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন সোন্দ্রম উচ্চ বিদ্যালয়।
ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের ৬৮টি খসড়া ভোটকেন্দ্রের তালিকা:
ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি। কেন্দ্রগুলো হলো-মাধবপুর উচ্চ বিদ্যালয়, মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, রানীগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দুঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দুঘর বিবিএস উচ্চ বিদ্যালয়, উত্তর চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শিদলাই ইউনিয়নে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি। এগুলো হলো- দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেড়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোমকাড়া সিদ্দিকুর রহমান এন্ড হাকিম উচ্চ বিদ্যালয়, পূর্ব পোমকাড়া জি.ম.হু.কা দাখিল মাদ্রাসা, শিদলাই দারুল ইসলাম ফাযিল মাদ্রাসা, শিদলাই আশরাফ উচ্চ বিদ্যালয়, শিদলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ শিদলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন নাজনীন হাই স্কুল, শিদলাই গোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
চান্দলা ইউনিয়নে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ৮টি। কেন্দ্রগুলো হলো- চান্দলা কে.বি. স্কুল এন্ড কলেজ, চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দলা করিমপুর মান্নানিয়া মিজবাহুল স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা, চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারাধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পদুয়া খামারচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ধুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ধুশিয়া উচ্চ বিদ্যালয়।
শশীদল ইউনিয়নে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা-১১টি। কেন্দ্রগুলো হলো- শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেতাভূমি উচ্চ বিদ্যালয়, হরিমংগল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামচন্দ্রপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বাগড়া মাধ্যমিক বিদ্যালয়, আশাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়, নাগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর নাগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দুলালপুর ইউনিয়নে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ৭টি। কেন্দ্রগুলো হলো- নাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুলালপুর এস এম এন্ড কে উচ্চ বিদ্যালয়, দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালনগর বিএবি উচ্চ বিদ্যালয়, বেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি। এগুলো হলো- মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়, মহালক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন উচ্চ বিদ্যালয় টিন সেড ভবন, ডগ্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধান্যদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাইঘর নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সাহেবাবাদ ইউনিয়নে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ৮টি। কেন্দ্রগুলো হলো- সাহেবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেবাবাদ ডিগ্রি কলেজ, ছাতিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিরুইন বহুমুখী উচ্চ বিদ্যালয়, জিরুইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়, টাকই উচ্চ বিদ্যালয়।
মালাপাড়া ইউনিয়নে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ৭টি। কেন্দ্রগুলো হলো- মালাপাড়া উচ্চ বিদ্যালয়, আছাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম এ চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
Last Updated on August 25, 2023 6:50 pm by প্রতি সময়