কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার গৃহীত হওয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আবুল হাশেম খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসান।
বৃহস্পতিবার (২৪ জুন) প্রতিক বরাদ্দের দিনে আনুষ্ঠানিকভাবে অ্যাডভোকেট আবুল হাসেম খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
জানা যায়, গত ২০ জুন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ জসিম উদ্দিন নিজের প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন। এরই মধ্যে তার আবেদনটি গৃহীত হয়। বৃহস্পতিবার (২৪ জুন) প্রতিক বরাদ্দের দিনে এ আসনে একক প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আবুল হাসেম খান নৌকা প্রতীক পাবার পর আর কোন প্রতিদ্বন্ধি না থাকায়
এ বিষয়ে বৃহস্পতিবার রাতে ওই আসনের বুড়িচং উপজেলা নির্বাচন অফিসার বুলবুল আহমেদ বলেন, এ আসনে নৌকা প্রতিকের প্রার্থী ছাড়া আর কোন প্রার্থী না থাকায় প্রতিক বরাদ্দের দিনে বেসরকারিভাবে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে পরবর্তী কার্যক্রমের জন্য বিধি মোতাবেক জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসান কর্তৃক স্বাক্ষরিত চিঠি নির্বাচন কমিশন কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ আসনে আর কোন প্রার্থী না থাকায় ভোটের প্রয়োজন হচ্ছে না।
অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন বলেন, আমার এই বিজয় বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর জন্য উৎসর্গ করলাম। আগামী দিনগুলোতে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে আমি বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। প্রয়াত নেতা আবদুল মতিন খসরুর অসমাপ্ত কাজ শেষ করতে চেষ্টা করবো।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপির মৃত্যুতে এ আসনটি শুন্য ঘোষণা করে তফসীল ঘোষণা করে নির্বাচন কমিশন। দলের প্রবীণ ও ত্যাগী নেতা বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হাশেম খানকে দলীয় মনোনয়ন প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৮ জুলাই এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 24, 2021 11:04 pm by প্রতি সময়