মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি’র (বিএসপি) চেয়ারম্যান শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন,কুরবানি ইসলামের বিধান, ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার। কোরবান বা আজহাকে ইসলামি বিধান হিসাবে উল্লেখ করা হয়েছে। যা পবিত্র ঈদুল আজহার উৎসবকালে আল্লাহ তাআলার জন্য পশু উৎসর্গের মাধ্যমে প্রতিপালন করতে হয়। পবিত্র কোরআনুল কারিমের অনেক জায়গায় কুরবানি সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা ওঠে এসেছে।
মঙ্গলবার (২০ জুন) ময়মনসিংহের ভালুকা উপজেলায় খানকায়ে রহমানীয়া মইনীয়া মাইজভানডারীয়া কমপ্লেক্সে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ভালুকা শাখা আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী আরও বলেন, পবিত্র ঈদ-উল-আযহা নিকটবর্তী। ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বজুড়ে পশু কুরবানি করে থাকেন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কিন্তু কুরবানির মূলমন্ত্রকে আমাদেরকে অনুধাবন করতে হবে। কুরবানি প্রথার সাথে হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ) এর স্মৃতি জড়িত। আল্লাহর এ দুই মাহবুব নবী, আল্লাহর জন্য আত্নত্যাগের মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। যখন ইব্রাহিম (আঃ) কে তার প্রিয়তম বস্তুকে উৎসর্গ করতে বলা হলো, তিনি তার প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কুরবানি করতে প্রস্তুত হলেন। একইভাবে হযরত ইসমাইল (আঃ)ও আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে একটুও দ্বিধা, ভয় করলেন না। এখানে আমরা বুঝতে পারি, এ পৃথিবীতে আমাদের সকল কাজের একমাত্র উদ্দেশ্য হতে হবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন। যাবতীয় পার্থিব চাওয়া পাওয়া, লোভ-লালসা, নিজের আমিত্বকে বিসর্জন দেয়ার মাঝেই কুরবানির মূল তাৎপর্য নিহিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা, ভালুকা প্রেসক্লাবের সভাপতিসহ সাংবাদিকবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আঞ্জুমানে রহমানীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।
দোয়া অনুষ্ঠানে দো-জাহানের বাদশাহ, রহমাতুল্লিল আলামীন, হযরত আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং তার পবিত্র আহলে বাইতগণের প্রতি সশ্রদ্ধ সালাম পেশ শেষে দেশ ও মানবতার কল্যাণ কামনায় মুনাজাত করেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।
Last Updated on June 21, 2023 11:41 pm by প্রতি সময়