কুমিল্লা সিটি করপোরেশনের ২য় মাসিক সভায় তিন জন প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩ আগস্ট) মেয়র আরফানুল হক রিফাতের সভাপতিত্বে ওই সভায় ১১নং ওর্য়াডের কাউন্সিলর হাবিবুর আলামিন সাদীকে প্রথম প্যানেল মেয়র, ১০নং ওর্য়াডের কাউন্সিলর মনজুর কাদের মনিকে দ্বিতীয় প্যানেল মেয়র ও ১/২/৩ নং ওর্য়াডের মহিলা কাউন্সিলর কাউসার বেগম সুমিকে তৃতীয় প্যানেল মেয়র নির্বাচিত করা হয়। সভায় ২৭ টি ওয়ার্ডের কাউন্সিলরদের উপস্থিতিতে এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এসময় মেয়র আরফানুল হক রিফাত বলেন, তিনজন প্যানেল মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের কাজের গতি বৃদ্ধি পাবে।
সভায় সিটি করপোরেশনের প্রধান নিবার্হী ড. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
Last Updated on August 3, 2022 10:24 pm by প্রতি সময়