কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলামের বিদায় এবং কুসিকের নতুন নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলমের বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১২টায় নগর ভবনের অতিন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
বক্তব্য রাখেন কুসিকের প্যানেল মেয়র হাবিবুল আল আমিন সাদী,কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি, সরকার মাহমুদ জাবেদ, এডভোকেট শওকত আকবর, সৈয়দ রায়হান, জোবেদা খাতুন পারুল, কাওসার বেগম এবং নেহার বেগম। কুমিল্লা সিটি করপোরেশনের বিদায়ী নির্বাহী কর্মকর্তা উপসচিব ড. সফিকুল ইসলামকে ফুল দিয়ে বিদায় জানানো হয় এবং মো. ছামছুল আলমকে কুসিকের নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ফুল দিয়ে বরণ করা হয়।
Last Updated on July 6, 2023 4:36 pm by প্রতি সময়