শিক্ষা-শিল্প-সংস্কৃতির জেলা কুমিল্লায় আজ শনিবার নগর অভিভাবক নির্ধারণের দিন। প্রায় ১৮দিনের প্রচারণায় নাগরিক ভোগান্তি দূর করার পাশাপাশি একটি পরিকল্পিত সিটি গড়ে তোলার যে অঙ্গিকার মেয়র প্রার্থীরা করেছেন, এর পক্ষে রায় দিয়ে ভোটাররা নির্ধারণ করবেন তাদের নগর অভিভাবক। আর তাই আজ সবার দৃষ্টি মেয়র পদে কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের দিকে। আজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম মেশিনে বিরতিহীন ভোট গ্রহণ হবে। আর তাই কাঙ্খিত ফলাফলে মেয়র পদে জয়ের খবর পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না কুমিল্লাবাসীকে।
আগামী সাড়ে তিন বছরের জন্য কে হচ্ছেন কুমিল্লার নতুন মেয়র? দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু নাকি চার বারের প্রভাবশালী এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকন্যা তাহসিন বাহার সূচী ? নাকি সবাইকে চমকে দিয়ে মেয়র হতে যাচ্ছেন ‘খেলা হবে খেলা হবে’ স্লোগানের আলোচিত প্রার্থী নিজাম উদ্দিন কায়সার!
প্রচারণার শেষ মুহূর্তে সংঘাত-সংঘর্ষ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ এসব কারণে সিটির উপনির্বাচন নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নগরী ঢেকে দেয়া হয়েছে নিরাপত্তার চাদরে। পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ভিডিপিসহ অন্যান্য আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে নগর আওয়ামী লীগের প্রার্থী দলটির সাংগঠনিক সম্পাদক বাস প্রতীকের ডা. তাহসীন বাহার সূচীর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সারের এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কুর নির্বাচনী প্রচারণা ছিল লক্ষণীয়।নির্বাচনে প্রচারণা ও গণসংযোগে অনেটাই পিছিয়ে ছিলেন নগর আওয়ামী লীগের ‘স্বঘোষিত’ প্রার্থী হাতি প্রতীকের নুর উর রহমান মাহমুদ তানিম।
মূলত: সিটির এ উপনির্বাচনে বাস, ঘোড়া ও ঘড়ির মধ্যেই ত্রিমুখী লড়াই হবে। ফলে নগরজুড়ে ত্রিমুখী লড়াইকে সামনে রেখে চলছে ভোটের হিসাব-নিকাশ। সেই পথ ধরে সচেতন ভোটারদের হিসেবের খাতায় তিন প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে কারো নামের উত্তর নেই। আর তাই হিসেবের খাতায় প্রশ্ন থেকে যাচ্ছে, মনিরুল হক সাক্কু কী পারবেন গেল দুইবারের মতো সবাইকে বিস্ময় দেখিয়ে হ্যাট্রিক জয় তুলে নিতে ? নাকি মেয়রের আসনে নগরকন্যা হয়ে হবে আবির্ভূত হবেন রাজনীতিতে নতুনমুখ ও এই প্রথমবার নির্বাচন করা তাহসীন বাহার সূচী, নাকি সব হিসেব উল্টে দিয়ে নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা গড়ার ঘোষক নিজাম উদ্দিন কায়সার নগর সেবক হবেন ?
এদিকে আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সিটির ২৭টি ওর্য়াডে ২ লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে নারী ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ১ লাখ ১২ হাজার ৮২৬ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন। ২৭টি ওয়ার্ডে ১০৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৬৪০টি ভোটকক্ষে দায়িত্ব পালন করবেন ১০৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৬৪০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১ হাজার ২৮০ জন পোলিং এজেন্ট।
অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০৫ কেন্দ্রের নিরাপত্তায় ১২ প্লাটুনে ৪৫০ জন বিজিবি মোতায়েন করা হয়েছে। র্যাব ২৭টিমে ৯৩৯ জন, পুলিশের ২৭ মোবাইল টিমে ১ হাজার ৩৩৯ জন এবং নয়টি স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। এ ছাড়াও কোতয়ালি ও সদর দক্ষিণ থানার টিম রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে।এছাড়াও উপনির্বাচনে সংঘটিত অপরাধ আমলে নেওয়া ও সংক্ষিপ্ত বিচার কাজ সম্পাদনে নগরীর ২৭টি ওয়ার্ডে ৯জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
প্রঙ্গত, ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। ওই বছরের ৭ জুলাই রিফাত মেয়রের দায়িত্ব নেন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আরফানুল হক রিফাতের মৃত্যু হয়। এরপর ১৮ ডিসেম্বর মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। গত ২২ জানুয়ারি মেয়র পদে উপনির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
# রিপোর্ট : সাদিক মামুন
Last Updated on March 9, 2024 12:44 am by প্রতি সময়