রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্যাসিস্ট কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে : ড. বদিউল আলম মজুমদার কুমিল্লা নগরীর ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান সফলভাবে শেষ হলো কুমিল্লা আইডিয়াল কলেজের তিন দিনব্যাপী কক্সবাজার শিক্ষাসফর কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার লালমাইয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ঘটনাটি সন্দেহজনক কুমিল্লায় গ্যাস সংকট : এলপিজি সিলিন্ডার ও ইলেকট্রিক চুলায় প্রতিমাসে বাড়তি খরচ সদর দক্ষিণে শিশু নাবিলাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি মেহরাজের মৃত্যুদণ্ড কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ দুইজন আটক কুবিতে রকিব-মাসায়িদের নেতৃত্বে টাঙ্গাইলের বন্ধন প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা জেলা কমিটির পরিচিতি সভা কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হাতে আট বছরে ১২ খুন কুমিল্লায় ডিসেম্বরে সাত খুন সহ ৩৯৯টি বিভিন্ন অপরাধের ঘটনায় মামলা মুরাদনগরে প্রধান শিক্ষক ময়নাল হোসেনকে আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় শীতার্তদের মাঝে রোটারি ক্লাব অব কুমিল্লা রয়েলের কম্বল বিতরণ নিষিদ্ধ, তবুও তিন চাকার দখলে মহাসড়ক কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক আটক কুবির নারায়ণগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের পুনর্মিলনী অনুষ্ঠিত লাকসামে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের রিইউনিয়ন চান্দিনায় এশিয়া এয়ারকন বাসের ধাক্কায় দরজাখোলা মারুতির এক শিশুর যাত্রী নিহত

কুসিক উপনির্বাচন : দুই দলের চার প্রার্থী ঘিরে ভোটে বিভক্তি

সাদিক মামুন
  • আপডেট টাইম বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৮৬ দেখা হয়েছে

মেয়র পদে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনের ভোটগ্রহণের সময় ঘনিয়ে এসেছে। আগামী ৯ মার্চ ভোটারের রায়ে ভাগ্য নির্ধারণ হবে কে হবেন সিটির অধিকর্তা। আনন্দ-শঙ্কার ভোটের পরিবেশে পাড়া-মহল্লা, অলি-গলির চা স্টলে মেয়র প্রার্থী নিয়ে মুখরোচক আলোচনা ঝড় তুলছে গরম চায়ের কাপে। উপনির্বাচনে আওয়ামী লীগ ঘরণার দুই প্রার্থী ও বিএনপি ঘরণার দুই প্রার্থীর প্রতিদ্বন্ধীতায় ভোটের মাঠের প্রেক্ষাপট পাল্টে গেছে। দুইভাগ হচ্ছে ভোট। আর এই ভোটেই বিভক্তির দেয়াল তৈরি হচ্ছে নির্বাচনে।

 

জেলার রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মতে, সিটির উপনির্বাচনে মহানগর আওয়ামী লীগ তাদের সমর্থন দিয়ে মেয়র প্রার্থী দিয়েছেন স্থানীয় এমপি আকম বাহাউদ্দিন বাহার কন্যা ডা. তাহসীন বাহার সূচী কে। বাস প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতায় থাকা এই প্রার্থীর ইমেজ, শিক্ষা, মেধা ও সাংগঠনিক যোগ্যতা-দক্ষতা একই দলের অপর প্রতিদ্বন্ধী হাতি প্রতীকের নুর উর রহমান মাহমুদ তানিম থেকে বেশি। আর তাই মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা তানিমের প্রার্থী হওয়ার বিষয়টি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না মহানগর আওয়ামী লীগের নেতারা। কারণ ২০১২ সালে সিটির প্রথম নির্বাচনে তানিম মেয়র পদে অংশ নিয়ে ৮ হাজার ৫২৪ ভোট পেয়েছিলেন। এই ভোটের পরিমান এবারে অর্ধেকের চেয়ে বেশি কমবে। কেননা তাঁর সম্পর্কে কুমিল্লার মানুষের ধারণা নেগেটিভ। নগরীর ২৭টি ওয়ার্ডে আওয়ামী লীগ সুসংগঠিত। এখানে আওয়ামী লীগের ভোট ভাগ হওয়ার সম্ভাবনা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।

 

অপরদিকে ২০১৭ সালের ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে বিএনপির দুই গ্রুপের ঐক্যের ভোটে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছিলেন মনিরুল হক সাক্কু।কিন্তু ২০২২ সালে সিটির তৃতীয় নির্বাচনে ঘড়ি প্রতীকে সাক্কুর ভোটে বিভক্তির দেয়াল রচনা করেছিলেন দলটির তরুণ নেতা নিজাম উদ্দিন কায়সার। ওই নির্বাচনে জেলা বিএনপির একটি বড় ও মূলধারার নেতৃত্বে নেতা-কর্মী, সমর্থকরা কায়সারকে ঘোড়া প্রতীকে প্রায় ৩০ হাজার ভোট দিয়েছিল। এবারে সিটির তৃতীয় নির্বাচনের অংশহিসেবে মেয়র পদে উপনির্বাচনে নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে বিএনপির বড় অংশের ভোট টেনে নিবেন। তবে এবারে সাক্কুর অনুসারিরা মনে করছেন বিএনপির তৃণমূলের চেয়ে সাধারণ ভোটারের ভোট ঘড়ি প্রতীকের জন্য অপেক্ষা করছে। এবারেও বিএনপির যে ভোট ভাগ হবে এটা সাক্কুর জন্য ক্ষতির কারণ হবে না।

 

 

এদিকে কুসিকের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরিচয়ের দাবি নিয়ে বাস প্রতীকের সূচী ও হাতি প্রতীকের তানিম কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। তাহসীন বাহার সূচী গণমাধ্যমকে বলেন, মহানগর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সমর্থন পেয়ে তিনি একক প্রার্থী হয়েছেন। মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিশাল একটি ইউনিট তাঁর সাথে সার্বক্ষণিক কাজ করছে। জয়ের ব্যাপারেও তিনি শতভাগ আশাবাদী। অন্য আরেকজন নিজেকে মহানগর আওয়ামী লীগের প্রার্থী বলে যে দাবি করছেন, আসলে তিনি স্বঘোষিত।

 

 

অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী দাবিদার নুর উর রহমান মাহমুদ তানিম বলেন, মহানগর আওয়ামী লীগের প্রার্থী একজন নয়, দুইজন। অনেকে নিজেকে একক প্রার্থী দাবি করে অপপ্রচার চালাচ্ছে। যারা আওয়ামী লীগ করে তারা দুই প্রার্থীর যাকে পছন্দ করে এবং যে নগরবাসীর আমানত রক্ষা করতে পারবে তাকেই ভোট দিবে। জয়ের ব্যাপারে তিনি সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলেও দাবি করেন।

 

 

এদিকে বিএনপিপন্থি ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার নিজেকে বিএনপির প্রার্থী দাবি করে বলেন, পঁচানব্বই ভাগ বিএনপির নেতাকর্মী তাঁর সাথে আছে। বিএনপির মূল চালিকা শক্তিও তাঁর পক্ষে। বিএনপি তাকে তাদের প্রার্থী মনে করে। মনিরুল হক সাক্কুকে বিএনপির লোক বলার সুযোগ নেই। কারণ তিনি বিএনপির আদর্শচ্যুত। বিএনপির ভোট ও যারা লুটপাট থেকে নগরকে বাঁচাতে চায় সেসব সাধারণ মানুষের ভোট পরিবর্তনের লক্ষ্যে ঘোড়ায় দিবে।

 

 

অপরদিকে টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কুর দাবি, জেল থেকে বের হওয়ার পর দলের মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে তিনি দেখা করেছেন। মির্জা ফখরুল তাকে মাঠে কাজ করার জন্য বলেছেন। বিএনপির সকল নেতাকর্মী এবারের উপনির্বাচনে তাঁর সাথে আছে।

# রিপোর্ট : সাদিক মামুন

Last Updated on March 6, 2024 8:26 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102