শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাঈদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুরাদনগরে মানববন্ধন মনোনয়ন না দেওয়ায় ব্যারিস্টার মামুন সমর্থকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ মনিরুল হক চৌধুরীর হাত ধরেই কুমিল্লা উন্নয়নে সমৃদ্ধ হয়েছে : কুসিকের সাবেক কাউন্সিলরগণ ঠোঁটে লিপস্টিক পরা হলো না আদিবার কুমিল্লার একই পরিবারের ৫ জনের কক্সবাজার আনন্দযাত্রা সড়কেই শেষ কুমিল্লার রামমালা ডিজিটাল সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে : তথ্য উপদেষ্টা  শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুমিল্লার নয়টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুটির সিদ্ধান্ত পরে চান্দিনায় পুকুরে ডুবে প্রাণ গেলো ১৪ মাস বয়সী আরিয়ানের  মুরাদনগরে তিনটি গ্যাসফিল্ড, কিন্তু আবাসিক খাতেই বঞ্চিত লক্ষাধিক পরিবার সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র এখনও নিরাপদ নয় # নির্যাতিত দশ সাংবাদিককে সম্মাননা দিল সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা দৈনিক আজকের জীবন সবসময় সাহসী ও বস্তনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা চান্দিনায় জাতীয় সমবায় দিবস উদযাপন স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে চান্দিনা থেকে শ্যালকের শিশুপুত্রকে অপহরণের একদিন পর উদ্ধার চান্দিনায় প্রয়াত প্রথম স্ত্রীর সন্তানের বিরুদ্ধে সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ দাউদকান্দিতে গরু চোর চক্রের চার সদস্য আটক মুরাদনগরে নিখোঁজের সাতদিন পর শিশু মীমের লাশ মিললো ডোবায়, হাত ও গলায় রশি প্যাঁচানো সদর দক্ষিণে ঘর পোড়ানোর মামলা করে আসামিদের হুমকির মুখে বাদী জালিয়াতি করে নাম স্বাক্ষর ব্যবহার করায় বুড়িচং উপজেলা বিএনপি সভাপতির ক্ষোভ চান্দিনায় স্বর্ণ ও সঞ্চয়ের কোটি টাকা নিয়ে লাপাত্তা পর্শীয়া জুয়েলার্সের প্রদীপ

কুসিক উপনির্বাচন : দেশের তৃতীয় নারী মেয়র হলেন এমপি বাহারকন্যা সূচী

সাদিক মামুন
  • আপডেট টাইম শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১২৯ দেখা হয়েছে

নারায়ণগঞ্জ সিটির ডা. সেলিনা হায়াৎ আইভী ও গাজীপুর সিটির জায়েদা খাতুনের পর সকল জল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা সিটি উপনির্বাচনে দেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে তৃতীয় নারী মেয়র হলেন কুমিল্লা-৬ আসনের চার বারের প্রভাবশালী এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার কন্যা ডা. তাহসীন বাহার সূচী। প্রায় ২২ হাজার ভোটের ব্যবধানে রাজনীতিতে নতুন মুখ ও এই প্রথম কোনো নির্বাচনে অংশ নেওয়া মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার সূচীর জয়ে অবাক দুই বারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

 

 

শনিবার (৯ মার্চ) মেয়র পদে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ১০৫টি কেন্দ্রে ইভিএমে অনুষ্ঠিত ভোটের ফলাফলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তাহসীন বাহার সূচী বাস প্রতীকে ৪৮৭৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬৮৯৭ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার। তিনি ১৩ হাজার ১৫৪ ভোট পেয়েছেন।

 

কুসিকের ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ভোট গণনা শেষে কুমিল্লা জিলা স্কুল অডিটরিয়ামে পর্যায়ক্রমে ফলাফল সীট এসে পৌঁছে বিকাল ৫টার দিকে। এরপর কখনো ৫ কেন্দ্রের , কখনো ১০ কেন্দ্রের এভাবে ফলাফল সীট আসার পর সম্মিলিতভাবে সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন কুসিক নির্বাচনের ১০৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। রিটার্নিং কর্মকতা বাস প্রতীকের তাহসীন বাহার (সূচী) কে নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মনিরুল হক সাক্কুর চেয়ে ২২ হাজার ৭ ভোটের ব্যবধানে জয়ী ঘোষণা করেন। আজ রোববার সকাল ১১টায় আঞইলক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ফলাফল ও বিজয়ী ঘোষণা করা হবে।

 

 

কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হিসেবে ডা. তাহসীন বাহার সূচীর জয়ের খবরে জিলা স্কুল অডিটরিয়ামের ভেতর বাইরে অপেক্ষমান নগর আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মী সমর্থক আনন্দ উল্লাস করে।ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী তাহসীন বাহার সূচী দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি আকম বাহাউদ্দিন বাহারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দলের নেতাকর্মী ও নগরবাসীর প্রতি ভালোবাসা প্রকাশ করে সুষ্ঠু ভোটগ্রহণ আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে সাধুবাদ জানান।

 

এদিকে ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পরবর্তী প্রায় দেড়ঘন্টা অধিকাংশ ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত ভোটের পরিবেশ ছিল শান্ত। তবে বেলা ১২টার পর থেকে ভোটার উপস্থিতি ছিল খুবই কম।বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারের ব্যাপক উপস্থিতি পরিবেশ বর্ণিল করে তুলে। নতুন প্রজন্মের ভোটারের উপস্থিতিও ছিল লক্ষণীয়।

 

 

ভোট দিলেন এমপি বাহার : কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার নিজ বাসভবনের কাছাকাছি ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন।
চার মেয়র প্রার্থী যে কেন্দ্রে ভোট দিলেন : বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসীন বাহার সূচী, ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ও হাতি প্রতীকের নুর উর রহমান মাহমুদ তানিম ১১নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেন। টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু ১২ নম্বর ওয়ার্ডের হোচ্ছামিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

নির্বাচনে ভোটের মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০৫ কেন্দ্রের নিরাপত্তায় ১২ প্লাটুনে ৪৫০ জন বিজিবি মোতায়েন করা হয়েছে। র‌্যাব ২৭টিমে ৯৩৯ জন, পুলিশের ২৭ মোবাইল টিমে ১ হাজার ৩৩৯ জন এবং নয়টি স্ট্রাইকিং ফোর্স সক্রিয় ছিল। এ ছাড়াও কোতয়ালি ও সদর দক্ষিণ থানার টিম রিজার্ভ ফোর্স হিসেবে নিয়োজিত ছিল। উপনির্বাচনে সংঘটিত অপরাধ আমলে নেওয়া ও সংক্ষিপ্ত বিচার কাজ সম্পাদনে নগরীর ২৭টি ওয়ার্ডে ৯জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন।

 

কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, আমরা সুষ্ঠু ভোট করার জন্য বদ্ধপরিকর ছিলাম। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব কিছুই করা হয়েছে।কুমিল্লা জেলা ও পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাগুলো যথেষ্ট তৎপর ছিলেন নির্বাচন নিয়ে। আমরা একটি সুন্দর, পরিচ্ছন্ন নির্বাচন উপহার দিতে পেরেছি।

 

 

প্রঙ্গত, ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। ওই বছরের ৭ জুলাই রিফাত মেয়রের দায়িত্ব নেন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আরফানুল হক রিফাতের মৃত্যু হয়। এরপর ১৮ ডিসেম্বর মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। গত ২২ জানুয়ারি মেয়র পদে উপনির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

রিপোর্ট : সাদিক মামুন

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!