কুমিল্লা সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ আবীর আহমেদ ফটো স্মরণে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকায় নৃসিংহ মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন, দশভূজা মন্দির কমিটির সভাপতি বাবু হারাধন আশ্চার্য, নৃসিংহ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় রায়, অ্যাডভোকেট স্বপন দে, লিটন সিকদার, সাংবাদিক সাদিক মামুন, সৈয়দ রায়হান আহমেদ, ইয়াহিয়া মজুমদার, নিজু আহমেদ, জসিম উদ্দিন আহমেদ প্রমুখ।
প্রার্থনা সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিশ্বজিৎ বলবসু, রনজিত বণিক, হরি নারায়ন বণিক, কিশোর দেবনাথ ও শিবু সাহা।
প্রার্থনা সভায় প্রয়াত কাউন্সিলর সৈয়দ আবীর আহমেদ ফটোর কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা শেষে তার আত্মার শান্তি কামনা করে নিরবতা পালন ও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। প্রার্থনা সভায় ৫নং ওয়ার্ডের পাঁচ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।প্রার্থনা শেষে নৈশভোজের প্যাকেট বিতরণ করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 4, 2021 8:47 pm by প্রতি সময়