# স্বাস্থ্য বিভাগের লাইসেন্স ছাড়া চলছিল প্রতিষ্ঠান দুটি" />
কুমিল্লায় স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসক কার্যালয়ের যৌথ অভিযানে নগরীর কান্দিরপাড় রামঘাট এলাকায় কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টার ও এ্যাপসম মেডিকেল সার্ভিস নামের দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারীর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠান দুটিকে আর্থিক জরিমানাও করা হয়।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আব্দুল কাইয়ুম ও মেহেদী হাসান জানান,নগরীর কান্দিরপাড়ে কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টার ও এ্যাপসম মেডিকেল সার্ভিসের স্বাস্থ্য সেবা পরিচালনার লাইসেন্স ছিল না।
ওই দুই স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, প্রতিষ্ঠান দুটি সি ক্যাটাগরির হয়ে বি ক্যাটাগরির বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে আসছিল। ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেয়া ছাড়াও প্রতিষ্ঠানগুলোর সেবার মান অসন্তোষজনক হওয়ায় জরিমানা সহ সিলগালা করে বন্ধ করে দেয়া হয়। স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের শর্ত পূরণ না করা পর্যন্ত তারা প্রতিষ্ঠান খুলতে পারবে না।
Last Updated on September 14, 2023 6:43 pm by প্রতি সময়