মাস্কই করোনা প্রতিরোধে বড় ভ্যাকসিন- এ প্রতিপাদ্যকে সামনে রেখে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা’র উদ্যোগে বৃহস্পতিবার (২৪জুন) সকাল সাড়ে দশটা থেকে ঘন্টা ব্যাপী কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় করোনা ভাইরাস সংক্রমনরোধে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় সারাদেশে করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ের এই দূর্যোগকালে সকলকে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে সচেতন হওয়ার আহবান জানানো হয়।
হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন- ভ্যাকসিনের মজুদ থাকুক, না থাকুক, আসতে দেরি হোক, আর যাই হোক না কেন, আমাদের সামনে এখন সবচেয়ে বড় ভ্যাকসিন হচ্ছে মাস্ক। মাস্কই এ ভাইরাস নাক-মুখের মাধ্যমে শরীরে প্রবেশ আটকাতে সক্ষম। মাস্ক এবং হাত ধোয়ার মাধ্যমে কোভিড থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে।বাস্তবতার কারণেই বাংলাদেশের সামাজিক দূরত্ব অনুসরণ করা কঠিন। সে কারণেই প্রত্যেকের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।
ডা. তৃপ্তীশ আরো বলেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করুন এবং অন্যকেও ব্যবহার করতে উৎসাহিত করুন। জনসমাগম হওয়া স্থানগুলো যেমন, হাটবাজার, রাস্তাাঘাট, বাস-ট্রেনসহ অন্যান্য গণ-পরিবহনে কোনোভাবেই মাস্ক ছাড়া যাওয়া যাবে না।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, রাস্তা ঘাটে বের হলে এখনও দেখা যায় অনেকেই মাস্ক ব্যবহার করছে না। এখন সবাইকে বুঝতে হবে, মাস্কই হলো ভ্যাকসিন। মাস্ক শুধু নিজেকে রক্ষা করে না, আশেপাশের লোকদেরকেও সমান রক্ষা করে।
মাস্ক বিতরণ এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কমরেড আনোয়ার হোসেন, মিহির চক্রবতী, নাসিমা বেগম ও জসিমউদ্দীন প্রমুখ।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 24, 2021 5:26 pm by প্রতি সময়