আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয় এবং নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া যায়।যার নামটি মনের মন্দিরে লিখা থাকে তাকেই ভালোবাসে।আর এই ভালোবাসার জন্য দু’জনের কাছেই মনে হয় পৃথিবী অনেক সুন্দর।আর তাইতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ‘ভালোবেসে সখি নিভৃত যতনে আমার নামটি লিখ তোমার মনেরও মন্দিরে’…
রোটারি ইন্টারন্যাশনাল থেকে কোভিড হিরো সম্মাননাপ্রাপ্ত কুমিল্লার স্বনামধন্য চিকিৎসক দম্পতি অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ ও ডা. মল্লিকা বিশ্বাস এর এযাবত বেশ কটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে।এসব কাব্যগ্রন্থে রয়েছে ভালোলাগা-ভালোবাসা, প্রেম-বিরহের কবিতা।অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’ এর শিক্ষা-সাহিত্য বিভাগের মঙ্গলবারের আয়োজনে ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ ও ডা. মল্লিকা বিশ্বাস এর কাব্যগ্রন্থ থেকে ‘ভালোবাসার মিনার’ ও ‘স্বপ্ন’ শিরোনামে দু’টি প্রেমের কবিতা আজ প্রকাশ করা হলো।
ভালোবাসার মিনার
–অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ-
হোক সমতল, সাগরের বেলাভূমি
কিম্বা পাহাড়ি বান্দারবান।
যেখানেই যাবে তুমি
সবখানে দিব্যমান
রবে দেখো
আমাদের ভালোবাসা
সুউচ্চ মিনার সমান।
স্বপ্ন
–ডা. মল্লিকা বিশ্বাস-
জীবন জুড়ে আছে যেন
স্বপ্নের লেনদেন,
যে তুমি জীবনানন্দ
আমি সেই বনলতা সেন।
আমার দু’চোখে আছে
পাখির নীড়ের মায়া,
মুখাবয়বে দেখো
শ্রাবস্তীর ছায়া।
হাজার বছরের ক্লান্ত
সফর শেষে তুমি ফিরে
আসবে বলে
আমি হৃদয়ের নিভৃত কোণে
ভালোবাসার জোনাকি
রাখবো জ্বেলে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 6, 2021 4:56 pm by প্রতি সময়