কুমিল্লা সদর দক্ষিণের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (ভারচুয়ালি অংশ নেন) বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও আবদুর রহমান মাষ্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান, এন্ট্রাস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মোহাম্মদ আখতারুজ্জামান রিপন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুর রহমান খানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গলিয়ারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মজুমদার, আবদুর রহমান মাষ্টার ফাউন্ডেশনের পরিচালক আবুল বাসার শিপন।
এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে মনোমুগ্দ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে।
উল্লেখ্য, ২০২১ সালে সদর দক্ষিণের বড়চর এলাকায় শিক্ষা, স্বাস্খ্য, সামাজিক উন্নয়ন সহ মানব সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হয় আবদুর রহমান মাষ্টার ফাউন্ডেশন। করোনাকালে এলাকায় সুরক্ষা সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা,খাদ্য সহায়তা ,কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে এ ফাউন্ডেশন। এছাড়া প্রতি বছরই বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প, সামাজিক মূল্যবোধ জাগরণে ইসলামী সেমিনার, শিক্ষা বৃত্তির আয়োজন করে আসছে আবদুর রহমান মাষ্টার ফাউন্ডেশন।
Last Updated on February 3, 2024 8:46 pm by প্রতি সময়