সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাজী ইয়াছিন অনুসারিদের নির্যাতিত নেতাকর্মীর পরিবারের সংবাদ সম্মেলন মোনাফেকি করা ঠিক নয় : জামায়াতের উদ্দেশ্যে কায়কোবাদ সাঈদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুরাদনগরে মানববন্ধন মনোনয়ন না দেওয়ায় ব্যারিস্টার মামুন সমর্থকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ মনিরুল হক চৌধুরীর হাত ধরেই কুমিল্লা উন্নয়নে সমৃদ্ধ হয়েছে : কুসিকের সাবেক কাউন্সিলরগণ ঠোঁটে লিপস্টিক পরা হলো না আদিবার কুমিল্লার একই পরিবারের ৫ জনের কক্সবাজার আনন্দযাত্রা সড়কেই শেষ কুমিল্লার রামমালা ডিজিটাল সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে : তথ্য উপদেষ্টা  শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুমিল্লার নয়টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুটির সিদ্ধান্ত পরে চান্দিনায় পুকুরে ডুবে প্রাণ গেলো ১৪ মাস বয়সী আরিয়ানের  মুরাদনগরে তিনটি গ্যাসফিল্ড, কিন্তু আবাসিক খাতেই বঞ্চিত লক্ষাধিক পরিবার সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র এখনও নিরাপদ নয় # নির্যাতিত দশ সাংবাদিককে সম্মাননা দিল সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা দৈনিক আজকের জীবন সবসময় সাহসী ও বস্তনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা চান্দিনায় জাতীয় সমবায় দিবস উদযাপন স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে চান্দিনা থেকে শ্যালকের শিশুপুত্রকে অপহরণের একদিন পর উদ্ধার চান্দিনায় প্রয়াত প্রথম স্ত্রীর সন্তানের বিরুদ্ধে সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ দাউদকান্দিতে গরু চোর চক্রের চার সদস্য আটক মুরাদনগরে নিখোঁজের সাতদিন পর শিশু মীমের লাশ মিললো ডোবায়, হাত ও গলায় রশি প্যাঁচানো সদর দক্ষিণে ঘর পোড়ানোর মামলা করে আসামিদের হুমকির মুখে বাদী

কোরবানীর পশুর হাটে চাঁদাবাজি, হয়রানি করলে আইনি ব্যবস্থা : কুমিল্লার পুলিশ সুপার

সাদিক মামুন
  • আপডেট টাইম শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৯ দেখা হয়েছে

কোরবানীর পশুর হাটে চাঁদাবাজি,হয়রানি বরদাশত করা হবে না জানিয়ে ইজারাকৃত নির্ধারিত স্থানের বাইরে বা সড়কে পশুর হাট না বসানোর আহবান জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।

এ সময় তিনি পশুর হাটে যে কোনো ধরনের চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেন। এছাড়া পশুর হাটে এসে ক্রেতারা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেদিকে সংশ্লিষ্ট হাটগুলোতে দায়িত্বরত পুলিশকে খেয়াল রাখার নির্দেশনা দেন।

শনিবার (৩১ মে) সকালে কুমিল্লা পুলিশ লাইন্সে শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে পশুর হাটের ইজারাদারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার।

জেলা পুলিশের উদ্যোগে পশুর হাটের ইজারাদারদের সাথে আইন-শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 


পুলিশ সুপার বলেন, ঈদুল আজহার (কোরবানি) বেশি দিন বাকি নেই। কোরবানির পশুর হাটে ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানা এলাকায় জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা তৎপর থাকবেন। এ সময় পশুর হাটে কেউ যেন জাল নোট ছড়াতে না পারে, সে বিষয়ে পুলিশের কঠোর নজরদারি থাকবে। হাটের ক্রেতা, বিক্রেতা ও সাধারণ মানুষের নিরাপত্তা ও তাঁদের সেবা দিতে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে কাজ করবে কুমিল্লা জেলা পুলিশ।

পশুর হাট গুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে পুলিশের পাশাপাশি ইজারাদারদেরও সহযোগিতার আহব্বান জানান পুলিশ সুপার।

 

মতবিনিময় সভায় কুমিল্লা জেলার ১৮টি থানার আওতাধীন পশুর হাটের ইজারাদারগণ অংশগ্রহণ করেন। এ সময় ইজারাদারগণ হাট পরিচালনার ক্ষেত্রে নানা সমস্যা ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামীম কুদ্দুস ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক, এবং জেলার সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জগণ।

প্রসঙ্গত, কুমিল্লা জেলার ১৮টি থানার আওতাধীন এলাকায় এবছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সর্বমোট ৪০৯টি পশুর হাট বসবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!