বাংলাদেশ সুপ্রিম পার্টি’র (বিএসপি) চেয়ারম্যান ও মাইজভান্ডার দরবার শরীফের গদ্দিনিশীন ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন,বাংলাদেশের অর্থনীতি ও আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। তাদের এই রেমিট্যান্স দেশের ব্যবসাবাণিজ্য, শিল্প উৎপাদন, স্কুল-মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডেও ব্যয় হচ্ছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দারিদ্র বিমোচন ও মানুষের জীবনমান উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখছে। তবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যদি সকল প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে আসতো তাহলে রিজার্ভ শক্তিশালী হতো। দেশের ক্রান্তিলগ্নে প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ রেখে বলতে চাই আপনারই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই হুন্ডির মাধ্যমে নয়, বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতি ও অগ্রযাত্রাকে সুরক্ষিত রাখুন।দেশের ক্রান্তিলগ্নে আপনারা দেশপ্রেমের সর্বোচ্চ পরিচয় দিন।
বুধবার (১৪ জুন) চাঁদপুর জেলার মতলব উত্তরে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী যুক্তরাজ্যের International Academy of Sufi Scholars কর্তৃক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যেতিনি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের প্রতি এ আহ্বান জানান।
ড. সাইফুদ্দীন আহমদ আরো বলেন,ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে আমদানি খরচ অনেক বেড়ে যাওয়ায় দেশে দেশে রিজার্ভ সংকট দেখা দিচ্ছে। বাংলাদেশ তার রিজার্ভের ভারসাম্য রক্ষা করে রপ্তানি আয় ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দিয়ে। আমাদানি ও রপ্তানিতে বড় ঘাটতি থাকায়, রেমিট্যান্সই এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। গত অর্থবছর বাংলাদেশে যে রেমিট্যান্স এসেছে, তা আগের অর্থবছরের চেয়ে ১৫% কম। অর্থমন্ত্রী বলেছেন, বৈধ পথে এসেছে ২১ বিলিয়ন ডলার এবং ২০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে অবৈধ পথে। অর্থাৎ বাংলাদেশ ২০ বিলিয়ন ডলার রিজার্ভ হারিয়েছে। প্রবাসীরা যদি হুন্ডি না করে ব্যাংকিং চ্যানেলে তাদের কষ্টার্জিত অর্থ পাঠাতেন, তবে দেশের রিজার্ভে এ ২০ বিলিয়ন ডলার যুক্ত হতো এবং রিজার্ভ শক্তিশালী থাকতো। কিন্তু শুধু প্রবাসীদের দোষ দিলে হবে না। ২.৫% প্রণোদনা দেয়ার পরেও কেন তারা অবৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছে, তা নিয়ে আমাদেরকে বিশদভাবে ভাবতে হবে। অর্থপাচারকারীরাই মূলত হুন্ডি চক্রের সাথে জড়িত। তাই মুদ্রাপাচার রোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, ওলামা মাশায়েখ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দো-জাহানের বাদশাহ্, রহমাতুল্লিল আলামীন, হযরত আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি সশ্রদ্ধ সালাম পেশ শেষে দেশ ও মানবতার কল্যাণ কামনায় মুনাজাত করেন, ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।
এদিকে, আগামী শনিবার (১৭ জুন) বিকেল তিনটায়
ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলিয়নায়তনে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী’র সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি ও আন্তর্জাতিক সম্মাননা প্রাপ্তি উপলক্ষে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
Last Updated on June 15, 2023 11:28 pm by প্রতি সময়