জমি দখল, স্বাক্ষর জাল করে প্রতারণাসহ একাধিক মামলার আসামি নিজাম উদ্দিনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেফতার নিজাম উদ্দিন কুমিল্লার দাউদকান্দির খন্দকার মোশতাক আহমেদের ঢাকার বাড়ির কেয়ারটেকার। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
সোমবার দিবাগত রাতে রাজধানী ঢাকার আগামসি লেনের খন্দকার মোশতাক আহমেদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার পুলিশের এসআই গোবিন্দ দাস ও তার সঙ্গীয় এএসআই রাজিবুল আলমসহ ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে আদালতের সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি মো.নিজাম উদ্দিনকে ঢাকার আগামসি লেন খন্দকার মোশতাক আহমেদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারণাসহ একাধিক মামলার আসামি নিজাম উদ্দিনকে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Last Updated on January 30, 2024 8:37 pm by প্রতি সময়