মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু মুরাদনগরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সঙ্কটে পাঠদান চলছে খোলা জায়গায় দ্বীনি শিক্ষা বিস্তারে ইতিহাস ও ঐতিহ্যের সোনালি স্মারক কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা হোটেল ডায়নার ওয়েটার তফাজ্জল দুই বার বিসিএসে উত্তীর্ণ কন্যার গর্বিত পিতা ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা রাখার আহ্বান হাসনাতের চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সাড়ে ৬ লক্ষাধিক টাকার মৃত্যু দাবির চেক পেলেন নমিনী দেলোয়ার ও নাজমুলের নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদ কৃষি উদ্যানে কৃষিশিক্ষার ব্যবহারিক ক্লাস করলো কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভারতে বসে ষড়যন্ত্র করে লাভ নেই : কুমিল্লার সম্মেলনে আমিরে জামায়াত এক ময়লার ভাগাড়ে ‘নরক যন্ত্রণায়’ দশ গ্রামের মানুষ * রিসাইক্লিং ব্যবস্থা না থাকায় দূষিত হচ্ছে পরিবেশ * সুখবর নেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রকৃত গণমাধ্যম কর্মীরাই পারে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে সার্কের আলোকে এই উপমহাদেশের রাজনীতি চলবে: বরকত উল্লাহ বুলু স্বৈরাচারী হাসিনা মিথ্যা অজুহাত দিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে কুমিল্লার মেঘনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন গ্রেফতার স্বৈরাচারী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখেছিল ভারত : বিএনপি নেতা হাজী ইয়াছিনন কুবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী সাফিন গ্রেফতার কুমিল্লার অরক্ষিত রেলক্রসিংগুলো যেন মরণফাঁদ কুমিল্লা নামেই বিভাগ হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেফতার

খলিফায়ে রাসুল ছৈয়্যদ গাউছুল আজমের তরিক্বতের অন্যতম নিয়ামত হলো ফয়েজে কোরআন : কুমিল্লায় এশায়াত সম্মেলনে কাগতিয়ার মোর্শেদে আজম

সাদিক মামুন
  • আপডেট টাইম শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৫ দেখা হয়েছে

কাগতিয়া দরবার শরীফের মোর্শেদে আজম বলেছেন, রাসুল (দ.) কোন গোত্র, কোন জাতির নবী হয়ে আসেননি, নবীজি সমগ্র মানবজাতির কল্যাণ ও হেদায়েতের জন্য পথ প্রদর্শক হয়ে এসেছেন। তিনিই শেষ নবী, শেষ রাসুল।এরপর আর কোন নবী আসবেন না।প্রিয় নবীজির রেখে যাওযা দ্বীন প্রচার ও প্রতিষ্ঠার মহান কাজটি দায়িত্বের সঙ্গে পালন করে আসছেন অলি-আল্লাহগণ। এমনি একজন অলি-আল্লাহ হলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারের খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)।যিনি প্রিয় রাসুল (দ.) এর বাতেনী নূর মানুষের ক্বলবে দিয়ে মুসলমানিত্বের স্বাদকে অনুভব করান জীবনের প্রতিটি মুহুর্তে। এই বাতেনী নূর ক্বলবে নিলে মানুষ বুঝতে পারে হালাল-হারামের পার্থক্য, আর আল্লাহর ইবাদত-বন্দেগীর প্রতি মানুষের আন্তরিকতা বাড়ে, এখলাসের উপর জীবন ধারণ ও এক্বীনের উপর সদাসর্বদা দৃঢ় থাকার উপলব্ধি জন্মায় মানুষের ভেতর।

কাগতিয়ার মোর্শেদে আজম বলেন, খলিফায়ে রাসুল ছৈয়্যদ গাউছুল আজম (রা.) এর তরিক্বতের অন্যতম নিয়ামত হলো ফয়েজে কোরআন তথা কোরআনের নূর। ফয়েজে কোরআন ক্বলবে নিলে কোরআনের আলোয় আলোকিত করা যায় নিজেকে।আল্লাহর দেয়া হুকুম আহকাম যথাযথ মেনে নেওয়ার শিক্ষা অন্তরে ঠাঁই নেয় কোরআনের নূর গ্রহণের মাধ্যমে।এ মহামূল্যবান নিয়ামত হযরত গাউছুল আজম (রা.) অকাতরে দান করে গেছেন।খলিফায়ে রাসুল হযরত গাউছুল আজম (রা.)ফয়েজে কোরআনের মাধ্যমে মানুষের অন্ত:করণকে পবিত্র করে নবী করিম (দ.) এর মুহাব্বত জাগ্রত করার যে ব্যবস্থাপনা দিয়েছেন তা বর্তমান বিশ্বে বিরল।

শুক্রবার রাতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এশায়াত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোর্শেদে আজম। এদিন বিকেল থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলে এশায়াত সম্মেলন।পবিত্র জশেন জলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) স্মরণে কাগতিয়া দরবার শরীফ তরিক্বতের এ সম্মেলনের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ, কুমিল্লা জেলা সমন্বয় পরিষদ।

 

শুক্রবার বেলা তিনটা থেকেই হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান সম্মেলনস্থল কুমিল্লা কেন্দ্রীয় ঈগাহ ময়দানে আসতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে মাগরিবের আগেই সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ঈদগাহের বাইরের এলাকা ও সড়ক লোকে লোকারন্য হয়ে পড়ে।এশায়াত সম্মেলনকে ঘিরে ঈদগাহের চারিপাশ আলোকসজ্জিত ও নগরীর গুরুত্বপূর্ণ সড়ক মোড় নান্দনিক ফেস্টুন দ্বারা সাজানো হয়।

কাগতিয়ার মোর্শেদে আজম আরও বলেন, বিভিন্নভাবে বিপদগামী তরুণদের তরিক্বত চর্চায় আত্মশুদ্ধির মাধ্যমে কোরআন-সুন্নাহর আলোকে জীবন গঠনের পথে ফিরিয়ে আনতে হবে। কেননা এই তরুণরাই হচ্ছে দেশ ও জাতির সেরা সম্পদ, মুসলিম উম্মাহর প্রাণশক্তি।সর্বোপরি আমাদেরকে আল্লাহ ও নবীজীর প্রতি আনুগত্যতায় পরিপূর্ণতা এনে নবীজির সুন্নাহ,আদর্শকে মনে-প্রাণে লালন করা এবং ইসলামের মৌলিক শিক্ষা শরীয়ত ও তরিক্বতের অনুশীলন করা এবং কুরআন-সুন্নাহে পূর্ণ অনুসারী হতে হবে।

কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম (রাঃ) এর প্রসঙ্গ তুলে ধরে কাগতিয়ার মোর্শেদে আজম বলেন, বিশ্বায়নের এ যুগে মানুষ যখন আধুনিকতার বেড়াজালে পড়ে আল্লাহ ও রাসুল (দ.)কে ভুলে যাচ্ছিলো সে মুহুর্তে খলিফায়ে রাসুলের আহবানে মানুষ পেলো সুপথের সন্ধান,নবীজিকে ভালোবাসার আধ্যাত্মিক সোপান। মানুষকে বিশেষত যুব সম্প্রদায়ের সামনে সময়োপযোগী এমন এক দর্শন তুলে ধরেছেন যার ফলশ্রুতিতে বিশ্বের বুকে উঠেছে হেদায়তের এক অপূর্ব জয়গান।তাইতো তিনি হাজার যুগের শ্রেষ্ঠ সংস্কারক হযরত গাউছুল আজম (রাঃ)।এই মহামনীষী ইসলামের খেদমতে, সুন্নাতে মোস্তফার প্রচারে, ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রসারসহ সকল ক্ষেত্রেই রেখেছেন সমান অবদান।যিনি মুসলিম মিল্লাতের কল্যাণে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিক্বতের প্রবর্তন করেন।খলিফায়ে রাসুল (দ.) নূরে বাতেন, ফয়েজে কোরআন, মোরাকাবা, জিকিরুল্লাহ, হুব্বে রাসুল (দ.) দিয়ে সাধারণ মানুষকে আশেকে রাসুলে পরিণত করেন।খোদায়ী এ সমস্ত দৌলতের মাধ্যমে শেষ যুগে এসে খলিফায়ে রাসুল হযরত গাউছুল আজম (রা.)এমন এক আধ্যাত্মিক বিপ্লব ঘটিয়েছেন।যা আমাদের ইসলামী সোনালী যুগের সেই ঐতিহাসিক দিনগুলোকে স্মরণ করিয়ে দেয়।

মোর্শেদে আজম তার বক্তব্যে উপস্থিত মুসল্লীদের খলিফায়ে রাসুল হযরত গাউছুল আজম (রা.) এর দরবারে অন্তত একবারের জন্য হলেও এসে সংরক্ষিত বিভিন্ন অলৌলিক ঘটনা স্বচক্ষে দেখার আমন্ত্রণ জানান।

বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীন মহাসচিব প্রিন্সিপাল আল্লামা শাব্বীর আহমদ মোমতাজীর সভাপতিত্বে এশায়াত সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী।

উদ্বোধনী বক্তব্যে প্যানেল মেয়র সাদী বলেন, ইসলামের প্রকৃত শিক্ষা ও তার অনুসৃতি থেকে তরুণ ও যুবরা যাতে দূরে না যায় এজন্য তাদের আল্লাহ ও রাসুলের দ্বীন প্রচারে নিয়োজিত থাকতে হবে।বাংলাদেশে মুনিরীয়া যুব তবলীগ কমিটি দ্বীনের আঞ্জাম নিয়ে যেকাজটি করছে তা নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে।কুমিল্লায় এই প্রথম এশায়াত সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় তিনি আয়োজকদের মোবারকবাদ জানান।

 


এশায়াত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য মাইক্রো বায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর বলেন, কাগতিয়া দরবার শরীফের তরিক্বতের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্ধানী মানুষদের আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া, দরুদের তালিম দেওয়া, মোরাকাবা ও কোরআনের নূরের দীক্ষায় মানুষকে দিক্ষিত করা। আর এ দরবারের মোর্শেদে আজম একজন দূরদর্শী রূহানী দার্শনিক।যিনি কাগতিয়ার গাউছুল আজমের কর্ম ও দর্শনের মাধ্যমে পথভ্রষ্টদেরকে আলোর পথে ফিরিয়ে আনছেন।

 


এশায়াত সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন- মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া।তিনি বলেন, ইসলামি আধ্যাত্মিকতার জাগরণের মাধ্যমে বিশ্বশান্তি, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির এক অলৌলিক নিদর্শন কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম (রা.)। পথভ্রষ্টদেরকে তরিক্বতের মাধ্যমে শান্তির পথে ফিরিয়ে আনতে মোর্শেদে আজম নিরলসভাবে আধ্যাত্মিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।আর এ ক্ষেত্রে মুনিরীয়া যুব তবলীগ ভূমিকা রাখছে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী বলেন, আজকের সমাজ ব্যবস্থায় আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই অগনিত যুবক, কিশোর, তরুণরা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোরগ্যাংসহ নানারকম গর্হিত কাজে যুক্ত হয়ে বিপদগামী হয়ে পড়ছে।তারা তো কোনো না কোনো পরিবারের সন্তান।এসব বিপদগামী তরুণ-যুবদের হেদায়েতের পথে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের।

প্রিন্সিপাল মোমতাজী বলেন,বিশ্বব্যাপী দেশে দেশে মুসলমানরা নানাভাবে নির্যাতিত হচ্ছে,নির্মমভাবে মারা যাচ্ছে,পবিত্র কুরআনের অবমাননা হচ্ছে। এটা একটা বড় সংকট।এ সংকট মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে, নিজেদের মধ্যে ফেতনা ফ্যাসাদ দূর করতে হবে। এদেশের সকল দরবারের পীর মাশায়েখদের এককাতারে এসে ঐক্যবদ্ধ থেকে মুসলিম উম্মাহর সোনালী ফিরিয়ে আনতে হবে। আল্লাহ ও রাসুলের দ্বীন প্রচারে অগ্রগন্য ভূমিকা রাখতে হবে। যেমনি করে কাগতিয়া দরবারের মোর্শেদে আজম নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে দেশে মাদরাসা নির্মাণ, অসংখ্য হিফজুল কুরআন বিভাগ চালু ও পরিচালনার মাধ্যমে ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছেন। তিনি তরিক্বতের প্রচার-প্রসারের পাশাপাশি দেশে ইসলামী শিক্ষার প্রসারেও অক্লান্ত পরিশ্রম করছেন। একটা কথা মনে রাখবেন, দ্বীনি শিক্ষা যার মধ্যে আছে সে কখনো দুর্নীতি, অন্যায় করতে পারে না। আমাদেরকে খোদায়ী গজব, বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে ফানা চাইতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা জেলার সভাপতি ও মৌকারা দরবার শরীফের পীর আলহাজ¦ মাওলানা শাহ মুহাম্মদ নেছার উদ্দিন ওয়ালী উল্লাহী, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মো. আবদুল মতিন, ধামতি ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শাহ মো. মহিউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. জালাল আহমেদ, কুমিল্লা সদরের রাচিয়া মাদরাসার প্রিন্সিপাল সফিকুল আলম পাটোয়ারি, নাঙ্গলকোট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল মুবিন আখন্দ, হাফেজ নাজির আহমদ, মাওলানা মোহাম্মদ জামাল হোসেন, হাফেজ কারী মোহাম্মদ ইমাম হাসান, কুমিল্লা এবি স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকতারুজ্জামান বাবু প্রমুখ।সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ রকিব উদ্দীন, মাওলানা মুহাম্মদ শফিউল আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন মুনিরী, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক।

এশায়াত সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ সরওয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, গন্যমান্য ব্যক্তিবর্গ, আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে কাগতিয়ার মোর্শেদে আজমের বক্তব্য শেষে মৌকারা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা শাহ মুহাম্মদ নেছার উদ্দিন ওয়ালী উল্লাহী বিশেষ মোনাজাত করেন।মোনাজাতে তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, আল্লাহর সন্তুষ্টি ও রাসুল (সা:) এর দিদার নছীব লাভের ফরিয়াদ এবং প্রিয় নবীজির উসিলায় এবং খলিফায়ে রাসুল (দ.) এর এখলাসের সাদকায় দেশ জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি কামনাসহ মুসলমানদের হেফাজত ও এদেশে ওলি-আউলিয়া, পীর-মাশায়েখগণের স্মৃতিচিহ্ন রক্ষায় আল্লাহর সাহায্য কামনা করা হয়।

Last Updated on February 11, 2023 10:36 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102