বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, এখন তারা বিদেশে উন্নত চিকিৎসারও সুযোগ দিচ্ছে না। এ সরকার মূলত খালেদা জিয়াকে ইহলোক থেকে বিদায় করার চেষ্টা করছে। এটা আওয়ামী লীগের হিংসাত্মক মানসিকতার বহিঃপ্রকাশ। বড় বড় অপরাধীরা, ক্যাসিনো সম্রাটরা বিদেশে গিয়ে চিকিৎসা করে আসে, কিন্তু খালেদা জিয়াকে চিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। উল্টো তারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রসিকতা করে। তাদের এই মানসিকতা দেখে ঘৃন্না লাগে, লজ্জা হয়।
শনিবার (১৪ অক্টোবর) কুমিল্লায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আয়োজিত অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে হাজী ইয়াছিন এসব কথা বলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরীর কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ের সামনে এই অনশন কর্মসূচি পালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাজী ইয়াছিন আরও বলেন, এই সরকারের গত ১২ বছরেরও বেশি সময় ধরে জোর করে ক্ষমতায় আছে। মনে রাখবেন বাঘের জোরও ১২ বছরের বেশি থাকে না, এই সরকারের আর জোর নাই। একটু এদিক সেদিক হলেই তাদের আর খোঁজে পাওয়া যাবে না।
কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে অনশন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব আবদুল গফুর ভূইয়া, বিএনপি নেতা এডভোকেট আলী আক্কাস, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিুপু, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, সাবেক আহবায়ক শওকত আলী বকুল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, মাহাবুব চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Last Updated on October 14, 2023 4:54 pm by প্রতি সময়