বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কোনো করোনার উপসর্গ নেই। কিন্তু তার গৃহকর্মী ফাতেমাসহ ৯ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর জানালেন খালেদার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।
রবিবার (১১ এপ্রিল) রাজধানীর গুলশানের ‘ফিরোজা’ বাসভবনে খালেদা জিয়াকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক।
তিনি আরও জানান, গৃহকর্মী ফাতেমাসহ ৯ জন করোনা আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।
ডা. মামুন বলেন, খালেদা জিয়ার করোনার কোনো উপসর্গ না থাকলেও পরবর্তী কিছু ঘটলে তার চিকিৎসা রাজধানীর একটি হাসপাতালে তার জন্য একটা কেবিনের বন্দোবস্ত করে রাখা হয়েছে।
এদিকে আজ (রবিবার) বিকেলে বিএনপির তরফ থেকেও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল, তিনি ভালো আছেন।
Last Updated on April 11, 2021 8:41 pm by প্রতি সময়