বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অনুশীলন ও অধ্যাবসায়ে গুরুত্ব দিয়ে জীবন গড়ে তুলতে হবে : দি অপটিমিষ্টস্ বাংলাদেশ’র মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো সুন্দরভাবে বাঁচার সাহস পাবে : আবুল হাসেম খান এমপি কুমিল্লার বুড়িচংয়ে ৯৯ পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দাউদকান্দিতে ১৩০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর মুন্সিগঞ্জে বেওয়ারিশ তালিকার লাশটি কুমিল্লার মুরাদনগরের প্রকৌশলী ইমতিয়াজের কুমিল্লার ছয় উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর মুরাদনগরে বিশ্ব পানি দিবসে আলোচনা ও র‍্যালী অনুষ্ঠিত আসুন রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াই : মুরাদনগরে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন  মুরাদনগরে চতুর্থ দফায় ভূমিহীন ১১৫ পরিবার পাবে নতুন ঘর সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার গুরুত্ব অনেক : আবুল হাসেম খান এমপি দাউদকান্দিতে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হোমনায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন  কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান উদ্বোধন দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ১৩০ পরিবার বুড়িচং দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বহিষ্কার কুমিল্লায় দুই দিনব্যাপী অধ্যক্ষ সম্মেলন অনুষ্ঠিত মুরাদনগরে ড্রেজার মেশিন জব্দসহ ৫শ পাইপ বিনষ্ট কুবির সিওইউ সাইক্লিস্টের নেতৃত্বে নাজমুল-হৃদয়

খেলাধূলাই তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে চলার উৎসাহ যোগায় : এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১৯ দেখা হয়েছে
সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন। ফাইলফটো।

কুমিল্লার মুরাদনগর আসনের সংস সদস্য (এমপি) ইউসুফ আবদুল্লাহ হারুন বলেছেন, খেলাধূলাই তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে চলার উৎসাহ যোগায়। খেলাধূলার কোন বিকল্প নেই।  জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি উপজেলায় তরুণ-যুবকরা যেন অপরাধে জড়িয়ে না পড়ে এজন্য ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন।

এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন আরও বলেন, অবক্ষয়, সন্ত্রাস, মাদক ও রাত জেগে ফেসবুকে আসক্ত হয়ে পড়ার যে ব্যাধি তরুণদের আঁকড়ে ধরেছে, এই অবক্ষয় থেকে তরুণ সমাজকে রক্ষা করতে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, কাবাডিসহ খেলাধূলার প্রতি তাদের আগ্রহ বাড়াতে হবে। আর খেলার মাঠে এ ধরণের আয়োজন তরুণদের রক্ষায় সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। ভবিষ্যতে মুরাদনগরে খেলাধূলার মাঠ উন্নয়ন করা হবে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মুরাদনগরে আলহাজ সামছুল হক টিভিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুরাদনগর উপজেলার হায়দরাবাদ সামছুল হক কলেজ মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনারৈ অংশগ্রহণ করে  মুরাদনগর উপজেলার আন্দিকুট একাদশ বনাম ব্রহ্মনবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল একাদশ। খেলায় শিমরাইল একাদশ ১-০ গোলে আন্দিকুট একাদশকে হারিয়ে বিজয়ী পুরষ্কার হিসেবে এলইডি টিভি গ্রহণ করে।

বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী সামছুল হকের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী আরও বক্তব্য রাখেন-কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।  উপস্থিত ছিলেন-মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ হারুন আল রশিদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসের, মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, জাহানারা হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বেগম জাহানার হক, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারোয়ার হাসান চিনু, আন্দিকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক সরকার, আন্দিকুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, বাঙ্গরা উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক ইঞ্জিনিয়ার মনির খাঁন, অস্ট্রেলিয়া প্রবাসী আবুল হাসান ভূঁইয়া, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইউম খাঁন, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ নজরুল।

এছাড়াও টুর্নামেন্ট আয়োজক কমিটির আলহাজ সামছুল হক স্পোটিং ক্লাবের ফারুক সরবকার মজিব, সেলিম হায়দার, মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় ডট কম ( protisomoy.com) এ চোখ রাখুন এবং প্রতিসময় protisomoy ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও protisomoy ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটন ক্লিক করে নতুন নতুন সংবাদ ও বিনোদন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

Last Updated on February 12, 2021 10:59 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102