সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাজী ইয়াছিন অনুসারিদের নির্যাতিত নেতাকর্মীর পরিবারের সংবাদ সম্মেলন মোনাফেকি করা ঠিক নয় : জামায়াতের উদ্দেশ্যে কায়কোবাদ সাঈদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুরাদনগরে মানববন্ধন মনোনয়ন না দেওয়ায় ব্যারিস্টার মামুন সমর্থকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ মনিরুল হক চৌধুরীর হাত ধরেই কুমিল্লা উন্নয়নে সমৃদ্ধ হয়েছে : কুসিকের সাবেক কাউন্সিলরগণ ঠোঁটে লিপস্টিক পরা হলো না আদিবার কুমিল্লার একই পরিবারের ৫ জনের কক্সবাজার আনন্দযাত্রা সড়কেই শেষ কুমিল্লার রামমালা ডিজিটাল সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে : তথ্য উপদেষ্টা  শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুমিল্লার নয়টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুটির সিদ্ধান্ত পরে চান্দিনায় পুকুরে ডুবে প্রাণ গেলো ১৪ মাস বয়সী আরিয়ানের  মুরাদনগরে তিনটি গ্যাসফিল্ড, কিন্তু আবাসিক খাতেই বঞ্চিত লক্ষাধিক পরিবার সাংবাদিকদের জীবন ও কর্মক্ষেত্র এখনও নিরাপদ নয় # নির্যাতিত দশ সাংবাদিককে সম্মাননা দিল সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা দৈনিক আজকের জীবন সবসময় সাহসী ও বস্তনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা চান্দিনায় জাতীয় সমবায় দিবস উদযাপন স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে চান্দিনা থেকে শ্যালকের শিশুপুত্রকে অপহরণের একদিন পর উদ্ধার চান্দিনায় প্রয়াত প্রথম স্ত্রীর সন্তানের বিরুদ্ধে সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ দাউদকান্দিতে গরু চোর চক্রের চার সদস্য আটক মুরাদনগরে নিখোঁজের সাতদিন পর শিশু মীমের লাশ মিললো ডোবায়, হাত ও গলায় রশি প্যাঁচানো সদর দক্ষিণে ঘর পোড়ানোর মামলা করে আসামিদের হুমকির মুখে বাদী

খোকন চৌধুরীকে লাঞ্ছিতের ঘটনার সুষ্ঠু সমাধানে তিন দিনের আল্টিমেটাম সাংবাদিকদের

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২৫৫ দেখা হয়েছে

গৃহকর্ত্রীর নির্যানের শিকার শিশু গৃহকর্মীর সংবাদ সংগ্রহের সময় কুৃমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক, ব্রাদার ও দালালদের হাতে যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন এবং ক্যামেরাপার্সন কামরুল হাসানকে লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুৃমিল্লা। এ সময় ঘটনার সুষ্ঠু সমাধানের দাবী জানিয়ে তিন দিনের আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা।

 

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পরে ক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুৃমিল্লার ওই দুটি কর্মসূচিতে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান।

 

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ, সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপস, কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি ও দৈনিক ইনকিলাব ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন, টেলিভিশন জার্নালিস্ট এসাসিয়েশন কুমিল্লার সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবির রনি, দৈনিক কালবেলা পত্রিকার কুমিল্লা ব্যুরো প্রধান অধ্যাপক দিলিপ মজুমদার, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক দেশরূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, মাইটিভির জেলা প্রতিনিধি আবু মুছা, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন।

 

বক্তারা অবলিম্বে ওই ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচার দাবী করেন। বক্তারা অনুসন্ধানী সংবাদ সংগ্রহে ও সত্য প্রকাশে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

 

মানববন্ধন শেষে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় কুমেক হাসপাতালের চিকিৎসক ও দালাল কর্তৃক লাঞ্ছনার শিকার যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খোকন চৌধুরী গত ১৮ অক্টোবর সংবাদ সংগ্রহ করতে গিয়ে হাসপাতালে কিভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন এবং বৃহস্পতিবার দুপুরে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গিয়ে হাসপাতলে যে বিড়ম্বনা ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছেন তারও বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন।

 

সভায় অন্যন্য সাংবাদিকদের বক্তব্যের পর কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফুর রহমান তিন দিনের মধ্যে এই ঘটনার সুষ্ঠ সমাধানের জন্য আটটিমেটাম দেন।

 

এর পরই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী মোবাইল ফোনে সাংবাদিকদের সাথে এহেন ঘটনার সুষ্ঠ সমাধানের আশ্বাস দেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!