
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র, বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতার ও নিজস্ব জাতীয়তাবাদের রূপকার শহিদ জিয়া। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জীবন উৎসর্গ করেছেন সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও প্রতি পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে।’
সবার জন্য গণতন্ত্র উন্নয়নের মাধ্যমে সব সমস্যা সমাধানে শহিদ জিয়া যে রাজনীতি রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর ইন্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, খুব শিগগিরই আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেখতে পাবো। এই হোক শহিদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানান তিনি।
খালেদা জিয়া বলেন, ‘আমাদের মাতৃভূমির জন্মের সঙ্গে জড়িয়ে থাকা এই অবিচ্ছেদ্য নাম শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে এই দেশের সঙ্গে নাম অবিচ্ছেদ্য করেছেন। আবার সেই চট্টগ্রামে একজন সফল সৎ নির্লোভ প্রেসিডেন্ট জীবন উৎসর্গ করেছেন।’