শিল্প–সাহিত্য মানুষকে চিন্তাশীলতার ভেতর দিয়ে নতুন চেতনার পথ দেখায়।অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’ এর শিক্ষা-সাহিত্য বিভাগে আপনিও যুক্ত হতে পারেন সৃজনশীল লেখা নিয়ে। আজকে শিক্ষা-সাহিত্য বিভাগে যুক্ত হয়েছেন মাহফুজ নান্টু। সুদর্শন এই যুবক লেখালেখি করতেন কলেজ জীবন থেকেই। গণমাধ্যমে কাজ করবেন এটা কখনই ভেবে উঠেননি। লিখতে লিখতে আর ক্যামেরায় ক্লিক মারতে মারতে এখন গণমাধ্যমের পরিচিত মুখ হয়ে উঠেছেন। সারাক্ষণ সংবাদের পেছনে ছুটাছুটি করতে করতে কবিতা, গল্প কোনটাই লেখা হয়ে উঠেনা। আর উঠলেও আধএকটু।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক ফাইনাল বর্ষে যখন পড়াকালীন সময়ে বিভাগের বার্ষিক ম্যাগাজিন প্রত্যাশা’য় ছাপা হয়েছিলো মাহফুজ নান্টুর একটি কবিতা। ওই সময়ের অর্থনীতির মেধাবী ছাত্রটি ‘আগামীর যাত্রী’ হয়ে কুমিল্লার মিডিয়া অঙ্গণে অগ্রগন্য ভূমিকা রাখছে। ‘প্রতিসময়’ এর শিল্প–সংস্কৃতি বিভাগে সাংবাদিক মাহফুজ নান্টুকে স্বাগতম।
আনিন্দ্য সুন্দর এ দিনগুলোর ডায়েরী
আরো দীর্ঘ হলে
মন্দ হতো না…
জেগে থাকা মধ্যরাত
বালিকা বয়সী চাঁদ, কিংবা
ঐসব স্বপ্নকাতর যুবাদের
স্বপ্নঘুড়ি উড়ে বেড়াতো সাদা মেঘের ভেলায়
অথচ
শিউলি ফোটা ভোরে
আলোর মুখ দেখা
আমাদের শৈশব
বেড়ে উঠেছে তাড়াতাড়ি
মধ্য যৌবনে মেঘের ওপাড়ে
দোল খাওয়া স্বপ্নগুলি
ইচ্ছে হলেও
ছোঁয়া যাবে না আর
ভিক্টোরিয়ার কাঠবাদাম তলায়
জোনাকির আড্ডা রেল স্টেশনের পাশে টি স্টল
সবকিছু পেছনে ফেলে আমরা এখন আগামীর যাত্রী।
Last Updated on July 21, 2020 3:06 pm by প্রতি সময়