ছবি: আহত হোসেন আলীকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, এরপর পাঠানো হয় কুষ্টিয়ায় #
শ্যালোইঞ্জিন চালিত আলমসাদুর বেপরোয়া চলাচল বেড়েছে মেহেরপুরের গাংনীতে।এসব অবৈধ বাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে বাড়ছে ছোটবড় দুর্ঘটনা। কেউ জীবন দিচ্ছে, কেউবা পঙ্গুত্ব বরণ করছে।
বুধবার (২৬ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে গাংনী পৌর এলাকার পশ্চিম মালশাদাহ এলাকায় আলমসাদুর ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে হোসেন আলী নামের এক যুবক মারাত্মক জখম হয়েছে। হোসেন আলী (২৬) গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের ইমদাদুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হোসেন আলী সকালে ইজিবাইকে করে বাড়ি থেকে গাংনী আসছিলেন। মালশাদাহ নামক স্থানে পৌছালে থেকে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া আলমসাদু ইজিবাইককে ধাক্কা দেয়। এসময় হোসেন আলী ইজিবাইক থেকে ছিটকে পড়ে হাত-পা ও মাথায় রক্তাক্ত জখম হয়। আহত হোসেন আলীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গুরুতর আহত হোসেন আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 26, 2020 2:10 pm by প্রতি সময়