পূর্ব শত্রুতার জের ধরে গাজীপুরের কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের বড়হর গ্রামে ছয় মাসের শিশুর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে।
এ ঘটনায় শিশুটির পিতা ইমরান হোসেন বাদী হয়ে মঙ্গলবার (১২ জানুয়ারি) কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
শিশুটির চাচা আরমান হোসেন জানান, গত ৭ জানুয়ারি শুক্রবার বিকেলে তাদের নিজ বাড়িতে তার বড় ভাই ইমরানের কন্যা শিশুকে নিয়ে উঠানে মা এবং দাদী রোদে বসে ছিলো। কিছুক্ষণ পর তাদের প্রতিবেশি সামসুন্নাহার সেখানে আসে। এসময় শিশুর মা এবং দাদী প্রতিবেশি সামসুন্নাহারে কাছে শিশুটিকে রেখে বাড়ির গৃহস্থলীর কাছে ব্যস্ত হয়ে পড়ে। একপর্যায়ে কোন এক সময়ে সুযোগবুঝে প্রতিবেশি সামসুন্নাহার শিশুটির শরীরে এসিড ঢেলে পালিয়ে যায়।
এসময় শিশুটির চিৎকারে তার মা দাদীসহ পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে দেখেন তার কান এবং পড়নের হাফ প্যান্ট থেকে ধোয়া বের হচ্ছে। পরে শিশুটিকে পরিবারের সদস্যরা স্থানীয় একটি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতরা ঢাকার বারডেম হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসা শেষে সোমবার কাপাসিয়ায় বাড়িতে নিয়ে আসে।
এঘটনায় শিশুটির পিতা মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ করেন।
কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ জানান, এবিষয়ে আজ (মঙ্গলবার) সকালে শিশুটির পিতা অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Last Updated on January 12, 2021 11:40 pm by প্রতি সময়