বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাজারো শহিদের রক্তের বিনিময়ে স্বৈরাচারমুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি : সাবেক এমপি কায়কোবাদ ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তবর্তীকালীন সরকার সরে এসেছে : এলজিআরডি উপদেষ্টা কুমিল্লা নগরীতে যানজট দুর্ভোগ : নিরসনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ বাংলাদেশের বহু বিএনপি নেতাকর্মীর পরিবারের কাহিনী আমার পরিবারের মতোই : তারেক রহমান অন্তর্বর্তী এই সরকারকে দিয়ে দেশের সম্পূর্ণ সংস্কার সম্ভব নয় : ড. খন্দকার মোশাররফ হোসেন বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু মুরাদনগরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সঙ্কটে পাঠদান চলছে খোলা জায়গায় দ্বীনি শিক্ষা বিস্তারে ইতিহাস ও ঐতিহ্যের সোনালি স্মারক কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা হোটেল ডায়নার ওয়েটার তফাজ্জল দুই বার বিসিএসে উত্তীর্ণ কন্যার গর্বিত পিতা ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা রাখার আহ্বান হাসনাতের চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সাড়ে ৬ লক্ষাধিক টাকার মৃত্যু দাবির চেক পেলেন নমিনী দেলোয়ার ও নাজমুলের নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদ কৃষি উদ্যানে কৃষিশিক্ষার ব্যবহারিক ক্লাস করলো কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভারতে বসে ষড়যন্ত্র করে লাভ নেই : কুমিল্লার সম্মেলনে আমিরে জামায়াত এক ময়লার ভাগাড়ে ‘নরক যন্ত্রণায়’ দশ গ্রামের মানুষ * রিসাইক্লিং ব্যবস্থা না থাকায় দূষিত হচ্ছে পরিবেশ * সুখবর নেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রকৃত গণমাধ্যম কর্মীরাই পারে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে সার্কের আলোকে এই উপমহাদেশের রাজনীতি চলবে: বরকত উল্লাহ বুলু স্বৈরাচারী হাসিনা মিথ্যা অজুহাত দিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে কুমিল্লার মেঘনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন গ্রেফতার স্বৈরাচারী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশকে অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখেছিল ভারত : বিএনপি নেতা হাজী ইয়াছিনন

গাজীপুরে ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের মহড়া

মো. দেলোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • আপডেট টাইম রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৮৮ দেখা হয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের একজন ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা স্থানীয় একটি কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে রোববার কিশোর গ্যাং সদস্যদের নিয়ে এলাকায় ব্যাপক মহড়া দিয়েছেন।

 

এসময় লাঠিসোটা, রড, ধারালো ছোড়াসহ দেশীয় অস্ত্রশস্ত্রে দেড় শতাধিক কিশোর গ্যাং সদস্যের মহড়া চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিশোর গ্যাং সদস্যরা কারখানার শ্রমিক ও পথচারীদের ধাওয়া দিয়ে পিছু নিলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে দোকানপাট ও বাসাবাড়ির গেট বন্ধ করে দেন।

 

এসময় কিশোরগ্যাং সদস্যরা একটি কারখানার গেট ভেঙ্গে লুটপাটও চালায়। নগরীর বসুরা এলাকায় সুছেং টেক্সটাইল কারখানার সামনে রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ তান্ডব চলে। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

 

স্থানীয়রা জানান, সুছেং টেক্সটাইল কারখানার জমির মালিকপক্ষের লোকজন কারখানাটির নিয়মিত ওয়েস্টেজ মালামাল (ঝুট) নিতেন। গত সিটি নির্বাচনের পর স্থানীয় ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রফিক কারখানার ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে আসছিলেন। জমির মালিকপক্ষের লোকজন রোববার সকালে ট্রাক নিয়ে ঝুট আনতে গেলে রফিক কাউন্সিলর ও তার সহোদর যুবলীগ নেতা মাসুদ রানার নেতৃত্বে দেড় শতাধিক কিশোর গ্যাং সদস্য কারখানার সামনে জড়ো হয়। এসময় তারা কারখানায় ট্রাক ঢুকতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে রফিক কাউন্সিলর ক্ষুদ্ব হয়ে কিশোর গ্যাং সদস্যদের ডেকে এনে এলাকায় আরো শক্তি বৃদ্ধির জানান দেয়।

এসময় এলাকায় আতঙ্ক ছড়াতে তারা কারখানার গেটে শ্রমিক ও স্থানীয় যাকে পেয়েছে তার ওপরই চড়াও হয়েছে। স্থানীয় সাংবাদিকরা এ তান্ডবের ছবি ধারণ করার সময় তাদের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। কাউন্সিলর রফিক এসময় সাংবাদিকদের প্রতিও তেড়ে আসেন। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথ আগলে দাঁড়ালে কাউন্সিলর রফিক পুলিশের বাধা উপেক্ষা করেই দলবল নিয়ে সামনে এগিয়ে যান।

 

এদিকে এ বিষয়ে কাউন্সিলর রফিকের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আর চৌত্রিশের কাউন্সিলর জাহাঙ্গীর আলম পঞ্চাশ পার্সেন্ট, আর জায়গার মালিকপক্ষ পঞ্চাশ পার্সেন্ট এভাবে ঝুট নেয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু মালিকের অন্য শরিকরা এটা মানতে নারাজ। তাই দুই একটা মই দিতে আইছিলাম। এখন সব চইলা গেছে, এলাকায় একটাও এখন নাই। মাঝে মধ্যে মই (মার) দিতে হয়, মই না দিলে কেউ মোডা (বড়) মনে করে না।’

 

এ বিষয়ে কারখানার জমির মালিকপক্ষের শরিক শাফিউদ্দিন শাফি বলেন, চায়নারা আমাদের জায়গা ভাড়া নিয়ে কারখানা করেছে। আমাদের বংশের অনেক যুবক বেকার। যেহেতু আমাদের জায়গায় কারখানা তাই এখানে ব্যবসা করা আমাদের অধিকার। অন্যান্য এলাকায়ও জমির মালিকদেরকেই অগ্রাধিকার দেওয়া হয়। তাছাড়া কারখানার মালিকপক্ষও আমাদেরকে ঝুট দিতে ইচ্ছুক। কোন প্রভাবশালী এসে কারখানায় জামেলা করুক এটা কারখানা কর্তৃপক্ষের অপছন্দ। কাউন্সিলর রফিক ও তার ভাইয়েরা এলাকায় রীতিমত ত্রাশের সৃষ্টি করে একের পর এক কারখানা দখল করে নিচ্ছে। তাদের এই অন্যায় মেনে নেয়া যায় না। এরা এলাকার কিশোরগ্যাং ও মাদক কারবারিদের নিয়ন্ত্রণ করে।

 

এব্যাপারে গাছা থানার ওসি মো. শাহ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Last Updated on March 17, 2024 9:44 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102