গাজীপুর জেলার শ্রীপুরে গৃহবধূ অপহরণ ও গণধর্ষণ মামলার প্রধান আসামী সোহাগ মিয়া (৩৫) অবশেষে গ্রেফতার হয়েছে। র্যাব-১ এর আভিযানিক দল মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে গাজীপুরের জয়দেবপুর থানার মনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গণধর্ষণ এবং পর্ণোগ্রাফী ভিডিও ভাইরালকারী মূলহোতা ময়মনসিংহের ভালুকা থানার ভরাডোবা এলাকার আলাল মিয়ার ছেলে মো. সোহাগ মিয়াকে গ্রেফতার করে র্যাব-১ এর একটি আভিযানিক দল।এসময় তার হেফাজত থেকে ওই ধর্ষণের ভাইরাল হওয়া পর্ণোগ্রাফী ভিডিও সহ ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত মোঃ সোহাগ মিয়া পেশায় একজন বাসের ড্রাইভার।
তিনি আরো জানান, গত বছরের ৫ সেপ্টেম্বররাত অনুমান ৯ টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভরাডোবা এলাকা হতে গৃহবধু (২৩) কে অপহরণ করে প্রাইভেটকারযোগে গাজীপুরের শ্রীপুর থানার এমসি বাজার এলাকায় নিয়ে এসে একটি রুমের ভিতর আটক রাখে। পরে ওই গৃহবধূকে প্রাণনাশের হুমকি দিয়ে কোকাকোলার সাথে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে অজ্ঞান করে তিন বন্ধু সারা রাত পালাক্রমে গণধর্ষণ করে এবং এঘটনার ভিডিও ধারন করে। অপহরণ ও গণধর্ষণের মূলহোতা সোহাগ উক্ত পর্ণোগ্রাফী ভিডিও অর্থের বিনিময়ে সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
এ ঘটনায় নির্যাতিত নারী বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। থানায় মামলা দায়ের পর র্যাব-১, গণধর্ষণকারীদের গ্রেফতারের লক্ষ্যে মামলাটির ছায়া তদন্ত শুরু করে ও সোর্স নিয়োগসহ র্যাবের সকল ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অবশেষে মঙ্গলবার মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়।
Last Updated on January 19, 2021 10:18 pm by প্রতি সময়