৫০ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গাজীপুর র্যাব-১ এর একটি আভিযানিক দল।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি পূর্বপাড়া এলাকা থেকে সোহেল (৩৫) নামে ওই ব্যক্তিকে র্যাব গ্রেফতার করে। আটক সোহেল মিয়া (৩৫) বগুড়া সদরের বড়শলোপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। সে কোনবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত।
র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে কোনাবাড়ি পূর্বপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে রাস্তার অভিযান চালিয়ে সোহলেকে আটক করে তার প্যান্টের পকেট থেকে ৫০ হাজার টাকা মূল্যমানের (প্রতিটি এক হাজার টাকা করে ৫০টি নোট) জাল নোট উদ্ধার করা হয়। এ ব্যাপারে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।
Last Updated on January 30, 2021 9:27 pm by প্রতি সময়