র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-১ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে।গাজীপুর মহানগরীর টঙ্গীর আরিচপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হল- মোহাম্মদ আলী(২৭), মো. মাসুদ(২৫),মো. মেহেদী হাসান(২২)ও মো. মিজানুর রহমান(২০)।তাদের মধ্যে মোহাম্মদ আলী টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানীটেক এলাকার বাসিন্দা।মাসুদ জামালপুরের বকশীগঞ্জ থানার গলাকাঠি এলাকার বাসিন্দা। মেহেদী হাসান নরসিংদী রায়পুরা থানার কাচারীকান্দী এলাকার বাসিন্দা।মিজানুর রহমান শেরপুরের নকলা থানার কলাপাড়া এলাকার বাসিন্দা। তারা টঙ্গী পূর্ব থানা এলাকায় ভাড়া থাকেন।
গাজীপুর র্যাব-১ এর লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে,গাজীপুরের টঙ্গী পূর্ব থানার আরিচপুর এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে মোহাম্মদ আলী, মো. মাসুদ, মো. মেহেদী হাসান ও মো. মিজানুর রহমানকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি চাপাতি, একটি চাকু ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা ডাকাত চক্রের সক্রিয় সদস্য।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 16, 2020 11:38 pm by প্রতি সময়