গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মৈশাইর গ্রাম থেকে শনিবার (২৬ জুন) দিন দুপুরে প্রকাশ্য দিবালোকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তিন গরু চোরকে হাতে নাতে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয় এবং গণধোলাই দেয়।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তিন গরু চোরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কালীগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেয়া হয়।
আটককৃত তিন জনের মধ্যে দুই জনের বাড়ি কাপাসিয়া উপজেলায়। অপর এক জনের বাড়ি কালীগঞ্জ। কাপাসিয়া উপজেলার ২ জন হলেন, দুর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও গ্রামের মৃত আনসার আলীর পুত্র আসাদ মিয়া( ৪০), পাশ্ববর্তী বাড়ৈগাঁও গ্রামের মাহাবুবের পুত্র আলমগীর হোসেন( ২২), অপরজন হলেন কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের হামিদ শেখের ছেলে জাকির হোসেন (৩৫)।
কালীগঞ্জ থানার এসআই সাদেক জানান, শনিবার দুপুরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বিশ্বরোড সংলগ্ন মৈশাইর গ্রামে আটককৃতরা গরু চুরি করতে যায়। স্থানীয় নাছির ও রনি তাদের ৩ জনের গতিবিধি সন্দেহ হলে দূর থেকে তাদের গতিবিধি অনুসরন করতে থাকে। বেলা ১টা ৩০ মিনিটের দিকে মৈশাইর গ্রামের রিপন চন্দ্র দেবনাথের একটি ষাঁড় বাছুর সিএনজিতে তোলার সময় দেখে ফেলে এবং তাদের হাতে নাতে আটক করে। পরে খবর পেয়ে গণপিটুনিতে আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানোর পর থানায় নিয়ে আসা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 27, 2021 8:32 pm by প্রতি সময়