গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার টঙ্গীর বন্যাকবলিত নিম্মাঞ্চল ৫২ নম্বর ওয়ার্ডের ভাদাম-ভাকরাল এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
বুধবার (১২ আগষ্ট) দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বন্যার্তদের মাঝে ১৩০০ কেজি চাউল ও ১০০ কেজি চিড়া বিতরণ করা হয়। পানিবন্ধী বিভিন্ন গ্রাম, পাড়া ও বাড়ির বন্যার্ত লোকজন ডিঙি নৌকা ও কুষায় করে এসে এসব ত্রাণ গ্রহণ করেন।
এসময় হাসান উদ্দিন সরকার বলেন, গাজীপুর মহানগরীতে প্ল্যান বর্হিভূতভাবে যে যেভাবে খুশি সেভাবেই ঘর-বাড়িসহ বিভিন্ন অবকাঠানো নির্মাণ করছেন। এতে বন্যা ও জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। অপরিকল্পিত নগরায়ন ঠেকানো না গেলে অচিরেই এই নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়বে।
টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. নাসির উদ্দিন নাসু, গাছা থানা বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন খান, গাছা থানা যুবদল সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক শেখ সুমন, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার জমসের আলী, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নূর, হাজী মোসলেম উদ্দিন, মো. শামসুল হক, নজরুল ইসলাম মোড়ল, সুরত আলী, সেলিম কাজল, আক্তার হোসেন, লিটন মাস্টার, ইউসুফ সরকার, আব্দুল্লাহ আহমেদ পার্থ প্রমুখ।
Last Updated on August 12, 2020 6:04 pm by প্রতি সময়