গাজীপুর মহানগরীর হারিনাল এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাসলিমা আক্তার (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়িকে রবিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াবা সম্রাজ্ঞী তাসলিমা লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার মো. রহমত উল্লাহর স্ত্রী।রহমত উল্লাহ বর্তমানে মাদক মামলায় জেল হাজতে রয়েছেন।স্বামীর পর এবার ইয়াবা সম্রাজ্ঞী তাসলিমাকেও কারাগারে যেতে হল মাদক মামলায়।এর আগেও তাসলিমা ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল।
গাজীপুর মহানগর পুলিশের ডিসি মো. জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সোয়া সাতটার দিকে গাজীপুর সদর থানার হারিনাল তেলের পাম্পের সামনে অভিযান চালানো হয়। এসময় তাসলিমা আক্তারকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মহিলা পুলিশ এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে এর জব্দ তালিকা করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের ডিসি আরও জানান, ওই নারীর স্বামী রহমতউল্লাহ সম্প্রতি ইয়াবাসহ গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তাসলিমা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এরআগেও তিনি ১০০০ পিস ইয়াবাসহ পূবাইল থানা পুলিশ তাকেগ্রেফতার করেছিল। পরে জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করেন। সোমবার (১ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Last Updated on February 1, 2021 7:20 pm by প্রতি সময়