গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন গোয়ালবাথান এলাকা হতে চেকপোস্ট অভিযানে হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার এ অভিযানের সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব- ১ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে প্রাইভেটকারে হেরোইনের একটি চালান নিয়ে রাজশাহী থেকে গাজীপুরের দিকে আসবে। এমন খবর পেয়ে ক্যাম্পের আভিযানিক দল কোম্পানী কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার, জিএম মাজহারুল ইসলাম তাৎক্ষণিকভাবে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন গোয়ালবাথানের মেসার্স তুরাগ সিএনজি ফিলিং স্টেশনের সামনে টাঙ্গাইল-গাজীপুর মহাসড়কের উপর চেক পোস্টে অভিযান পরিচালনা করেন।
চেকপোস্টে আভিযানিক দলটি মমতাজ বেগম মোমেনা হাবিবা (২৭) মো. ইব্রাহিম (৩৪) মো. জুয়েল আলী(৩০) মা. সাজ্জাদ আলী (৩২) কে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৮৩০ গ্রাম ওজনের হেরোইনের প্যাকেটসহ একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 14, 2021 10:13 pm by প্রতি সময়