গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে বাঘের থাবায় মজনু মিয়া (৩৫) নামে এক কর্মচারী আহত হয়েছেন।আহত মজুন মিয়াকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাঘের থাবায় মজনু মিয়ার বগলের নীচে এবং বাম হাতের উপরে ক্ষত হয়েছে।আহত মজুন মিয়া বেলতলি গ্রামের শামসুল হকের ছেলে।তিনি সাফারী পার্কের আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করছিলেন।
রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।এ সময় চারদিকে আতংক ছড়িয়ে পড়ে এবং এখানে বেড়াতে আসা দর্শনার্থীরা ভয়ে, আত্মরক্ষায় দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।
সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, কোর সাফারী অংশে বাঘের বিচরণ থাকে। সেখানে এনক্লোজারে বেশ কিছু বাঘ ছিল। এসময় এনক্লোজারের সামনে হঠাৎ করে এই কর্মচারী বাঘের মুখে পড়ে গেলে সে আক্রমনের শিকার হয়। এ ঘটনায় পার্কের অন্যান্য কর্মচারীরা তাৎক্ষনিক বাঘটিকে সরিয়ে মজনু মিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে অধিতকর চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on March 14, 2021 8:14 pm by প্রতি সময়