সাড়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেসহ ছয় মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে গাজীপুরে র্যাব-১ এর একটি আভিযানিক টিম।
রবিবার দিবাত রাতে গাজীপুর নগরীর দক্ষিণ সালনা এলাকা থেকে উল্লেখিত ইয়াবা, নগদ টাকা ও মোবাইলফোন ফোনসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার মো. কায়েস (৪৫), পশ্চিম বিলাসপুর এলাকার মো. জহির উদ্দিন ওরফে জনি (৩৫) মো. আমির হোসেন (৩৩), নীলেরপাড়া এলাকার পারভেজ আহম্মেদ ওরফে পনির (৩৮), জয়দেবপুরের মুন্সিপাড়া এলাকার মো. হৃদয় (২৪) এবং ভোড়া এলাকার মো. রিপন (৩৮)।
র্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানির কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গাজীপুর মহানগরীর সদর থানাধীন দক্ষিণ সালনা পূর্বপাড়া এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ছয়জনকে ৪ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ২০ হাজার ৮৩০ টাকা এবং ৬টি মোবাইল ফোনসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা র্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরস্পর যোগসাজসে চোরাইপথে ইয়াবা ট্যাবলেট আমদানি করে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
এব্যাপারে র্যাব বাদী হয়ে গাজীপুর সদর মেট্রো থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
Last Updated on February 1, 2021 10:08 pm by প্রতি সময়