ছবি:সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।।
গাজীপুরের চান্দনা চৌরাস্তার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাবের টাস্কফোর্স। অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও নানা অনিয়ম,অব্যবস্থাপনার অভিযোগে ওই হাসপাতালে অভিযান চালানো হয়।
সোমবার (১০ আগষ্ট) দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
কোনোভাবেই স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, আগামী ২৩ আগস্টের মধ্যে লাইসেন্সবিহীন হাসপাতালগুলো লাইসেন্স নিতে ব্যর্থ হলে, এধরণের প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।
অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল) উম্মে সালমা তানজিয়া, গাজীপুর র্যাব-১ এর কমান্ডার আব্দুল্লাহ আল মামুন ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অভিযানে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে যে ল্যাব রয়েছে, তার কোনো অনুমোদন নেই। এ ছাড়া নানা অব্যবস্থাপনার অভিযোগ ছিল হাসপাতালটির বিরুদ্ধে।
Last Updated on August 10, 2020 5:44 pm by প্রতি সময়