গাজীপুর মহানগর পুলিশ চাঞ্চল্যকর হত্যা ও ডাকাতি মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে।এ সময় গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকা থেকে সাতটি পিকআপ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলো মারুফ হোসেন (৩০) এনামুল (২২) আমিনুল ইসলাম (২৪) শামীম (২৪) ও আবদুল আহাদ (৩৪)।
রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের এডিসি রেজওয়ান আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ১ সেপ্টেম্বর দুপুরে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন বারবৈকা মধ্যপাড়া এলাকার জাকিরের বাগানের ভিতর থেকে গলায় গামছা পেছানো অবস্হায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
পরে পুলিশ ময়না তদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মহানগরীর বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরের দিন নিহতের স্ত্রী ফাতেমা আক্তার (২৬) লাশ সনাক্ত করে জানায় যে, এটি তার স্বামী সেলিম সরকারের লাশ।
ফাতেমা আক্তার আরো জানায়, ৩১ আগষ্ট তার স্বামী পিকআপ নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় গাজীপুর মহানগরীর বাসন থানা ও সদর মেট্রো থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার ও সাতটি পিকআপ উদ্ধার করে।
প্রেস ব্রিফিংয়ে উপস্হিত ছিলেন- গাজীপুর মহানগর পুলিশের মিডিয়া প্রধান রিপন চন্দ্র সরকার , মেট্রো সদর থানার ওসি রফিকুল ইসলাম, বাসন থানার ওসি মালেক খসরু খান, বাসন থানার পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 5, 2021 7:40 pm by প্রতি সময়