কুমিল্লার বরুড়ায় আসন্ন গালিমপুর ইউনিয়ন পরিষদে নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী (বর্তমান চেয়ারম্যান) লায়ন রবিউল আলম মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওসমান গণির কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ কামাল হোসেন, খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান সর্দার, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান লিমন, ভাউকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জামাল মাসুদ, পয়ালগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাইন উদ্দিন, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, চিতড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকারিয়া, খোশবাস দঃ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গাজী ওয়াহিদুল ইসলাম, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সবুজ, গালিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হৃদয় চন্দ্র পরিমল সহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গালিমপুর ইউনিয়নের সাধারণ জনগন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের লায়ন রবিউল আলম বলেন আমি দুই দুই বার জনগণের ভোটে নির্বাচিত হয়ে গালিমপুর ইউনিয়নের প্রতিটি অঞ্চলে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচন ইশতেহার অনুযায়ী গ্রামকে শহরের রূপান্তরের লক্ষ্যে প্রতিটি এলাকায় আঞ্চলিক সড়ক, গুরুত্বপূর্ণ সড়ক, ইটের সলিং, মাটি ভরাট সহ গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে কাজ করেছি। এছাড়াও শিক্ষার মান উন্নয়নে একাডেমিক ভবন নির্মাণ, রাস্তাঘাট হাট বাজার ব্রীজ কালভার্ট সহ কৃষকের উন্নয়নে খাল খনন পয় নিষ্কাশন সহ সর্বক্ষেত্রে উন্নয়নে কাজ করেছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে স্মার্ট গালিমপুর ইউনিয়ন গঠনে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।
Last Updated on February 13, 2024 8:13 pm by প্রতি সময়