# গরম কাপড়ের খোঁজে ফুটপাতে বাড়ছে মানুষের ভিড়। রবিবার বিকেলে কুমিল্লা নগরীর ছাতিপট্টি।
গত দুইদিনের বৃষ্টিতে অগ্রাহায়ণের প্রথম সপ্তাহেই জনজীবনে শীতের আগমনী বার্তা বাঁজতে শুরু করেছে। উত্তরের হিমেল হাওয়ায় শরীরে অনুভূত হচ্ছে শীত শীত ভাব।
রবিবার (২২ নভেম্বর) খুব সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে শ্রমজীবী মানুষদের দেখা গেছে গরম কাপড়ে শরীর জড়িয়ে কাজের সন্ধানে বসে থাকতে। আবার প্রাত:ভ্রমণকারিদেরও গরম কাপড় পড়ে হাঁটতে দেখা গেছে। সবমিলে গত দুইদিন ধরে শীত আসছে গুটি গুটি পায়ে এমন বার্তাই মিলছে জনজীবনের চালচলনে।
এদিকে রবিবার বিকেলে নগরীর ফুটপাতে বেড়েছে গরম কাপড় বেচাকেনা। এবছরের গাইট কাপড় কেউ কেউ খুললেও অনেকে গতবছরের গরম কাপড় বিক্রি শুরু করেছে। কেবল ফুটপাতই নয়, নগরীর মাকের্ট, শপিং সেন্টারগুলোতেও শীতের পোষাক বেচাবিক্রি শুরু হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৩টায় দেখা গেছে, নগরীর ছাতিপট্টিতে লোকজন ভিড় করছে নগরীর ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। গত দুইদিনে ঠান্ডা কিছুটা বেড়ে যাওয়ায় নগরীর ফুটপাতে জমে ওঠেছে গরম কাপড়ের বেচাবিক্রি। ফুটপাতের বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত ফুটপাথ। পথচারিরা চলতে গিয়ে একবারের জন্য হলেও বেছে নিচ্ছেন নিজের ও পরিবারের ছোট বড়দের জন্য গরম কাপড়। কেউ একদামে কিনছেন আবার কেউ করছেন দর কষাকষি।
নগরীর ছাতিপট্টি, রাজগঞ্জ হচ্ছে বিদেশি গরম কাপড়ের গাইটের কাপড় বিক্রির অন্যতম এলাকা। সারা বছরই গাইট কাপড়ের ব্যবসা করেন এমন ব্যবসায়ির সংখ্যা কম হলেও শীত এলে ফুটপাতে হিড়িক পড়ে গাইট কাপড়ের মৌসুমী হকার বা দোকানিদের। গাইট কাপড়ের ব্যবসা এখন ছাতিপট্টি, রাজগঞ্জ এলাকা ছাড়াও নগরীর কান্দিরপাড়, রেলষ্টেশন, রেইসকোর্স, পুলিশ লাইন, চকবাজার এলাকাতেও স্থান করে নিয়েছে। পুরোদমে শীত শুরু হলে এসব স্থানেও জমে উঠবে বেচাবিক্রি।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 22, 2020 4:49 pm by প্রতি সময়