আনোয়ার হোসেন।কবর খুঁড়ে ও মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে জীবন চলে।কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় ত্রিপলের ছাপড়ায় ঘেরা একটি ঘরে স্ত্রী নিয়ে তার বসবাস।রোদ বৃষ্টি ঝড়ে খুবই কষ্ট হয় আনোয়ার হোসেনের। তার ৪ মেয়ে ২ ছেলে। বড় ও মেজো মেয়ে বিয়ে দিয়েছেন। দুই মেয়ে এখনো বিয়ের বাকি। এক ছেলে অটোরিকশা চালাতো। এখন বেকার। আরেক ছেলে ইপিজেডে চাকরী করে। ছেলেরা কোন রকম ভাড়া করা ছোট একটি ঘরে থাকে। আর আনোয়ার হোসেন স্ত্রীকে নিয়ে ত্রিপলের ছাপড়ায় ঘেরা ঘরে থাকেন। থাকার জন্য স্থায়ী একটি ঘর নেই।
আর এ খবরটি পৌঁছে গেলো কুমিল্লার আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার কাছে। অল্প সময়ের মধ্যে গৃহহীন আনোয়ার হোসেনের জন্য তৈরি করা হল একটি নতুন ঘর।
১৪ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকেলে জাগ্রত মানবিকতার মানবিক উপহার নতুন ঘর পেয়ে ন্বস্তির নি:শ্বাস ফেললেন আনোয়ার হোসেন। শুভকামনা ও কৃতজ্ঞতা জানালেন জাগ্রত মানবিকতার উপদেষ্টা ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনিকে।
জাগ্রত মানবিকতার উপদেষ্টা সাইফুল আলম রনি বলেন, ‘কুমিল্লার অসহায় মানুষদের জন্যই জাগ্রত মানবিকতা। আনোয়ার হোসেন কবর খুঁড়েন। অথচ তার একটি মাথা গুজার ঠাঁই নেই। খুব স্পর্শ কাতর বিষয়। আমার কাছে যখন খবরটি আসলো, আমি সাথে সাথেই সাধ্যের মধ্যে আনোয়ার হোসেনের জন্য একটি ঘর নির্মাণ করে দেই। এখন আনোয়ার হোসেন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে একটু ভালো থাকতে পারবে এটাই আমার স্বার্থকতা, এটাই জাগ্রত মানবিকতার স্বার্থকতা। কুমিল্লার সব অসহায় মানুষের মুখে হাসি ফুটুক এটাই জাগ্রত মানবিকতার লক্ষ্য।’
Last Updated on January 14, 2021 9:32 pm by প্রতি সময়