গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মাহনা ভাবানীপুর ও বারুই পাড়া মৌজা গেজেট প্রথা প্রত্যাহার এবং বন বিভাগের দায়েরকৃত মামলা ও উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সভা ও মানবন্ধন করেছে ভুক্তভোগী জোতদার ৪নং ওয়ার্ডবাসী।
এতে উপস্হিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা ও ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন সরকার, ৪ নং ওয়ার্ড সদস্য আবিদ হোসেন বাবুল, আওয়ামী লীগ নেতা শেখ আমিন উদ্দিন,গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিদা আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা বনের সি.এস গেজেট বাতিল ও আর.এস গেজেট কার্যকর করে গেজেট বহির্ভূত ব্যক্তির নামে রেকর্ডীয় জমির হস্তান্তর খাজনা-খারিজ চালু করার দাবী জানান। ভুক্তভোগীরা জানান, গেজেটভূক্ত সকল মৌজার সম্পত্তির গেজেট বাতিল করতে হবে। তিনটি রেকর্ড ভুক্ত পৈত্রিক সম্পত্তি হওয়া সত্বেও ভুলবশত আরএস দাগ বন বিভাগের নামে রেকর্ড ভূক্ত হওয়া জমিতে স্থাপনা নির্মানে বন বিভাগের বাধা দেওয়া চলবেনা।
বন বিভাগের মামলাগুলো বিতর্কিত। মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। তাই পুনরায় তদন্ত করতে হবে। বনের মামলা নথিভুক্ত করার আগে স্থানীয় জনপ্রতিনিধির অংশগ্রহণের মাধ্যমে তদন্ত করার জানান এলাকাবাসী।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on December 14, 2020 6:07 pm by প্রতি সময়