ছবি: হুমায়ুন কবির বাদল (ফেসবুক থেকে সংগৃহিত) ।।
কুমিল্লায় গোমতী নদীর বাঁধের পাকা সড়ক থেকে নামতে গিয়ে মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় হুমায়ুন কবির বাদল (৪০) নামের এক যুবক নিহত হয়েছে। সে নগরীর শাকতলা এলাকার মৃত এটিএম মাহাবুবুল ইসলামের পুত্র। সে ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা করত ।
রবিবার (১৬ আগষ্ট) বিকালে নগরীর কাপ্তানবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত বাদলের সহপাঠি শাকতলা এলাকার জসিম উদ্দিন জানান, রবিবার বিকালে বাদল মটর সাইকেল যোগে গোমতীর আইলের সড়ক দিয়ে শহরে ফিরতে ছিল। কাপ্তানবাজার এলাকা দিয়ে নগরীর আইলের সড়ক থেকে মটর সাইকেলে দ্রæতবেগে নামার সময় উল্টো দিক থেকে একটি ট্রাক উপরে উঠতেছিল।
এসময় ট্রাককে সাইড দিতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মটরসাইকেল উল্টে যায়। ঘটনাস্থলে বাদল মারা যায়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 16, 2020 4:40 pm by প্রতি সময়