কুুমিল্লার ক্রীড়াপ্রেমী মানুষের স্বপ্ন পূরণের পথে হাঁটছে শেখ কামাল ক্রীড়াপল্লী কুমিল্লা সদরের গোমতী নদীর মনোরম পরিবেশে নির্মিত হচ্ছে এই ক্রীড়াপল্লী। এরি মধ্যে শেখ কামাল ক্রীড়াপল্লীতে আপাতত ফুটবল প্রতিযোগিতা শুরু করতে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থাকে ভূমিকা রাখার কথা বললেন জেলা প্রশাসন।
শীঘ্রই খেলাধুলা শুরু হচ্ছে কুমিল্লা গোমতী নদীর তীরে অবস্থিত শেখ কামাল ক্রীড়াপল্লীতে। কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের নির্দেশনায় খেলাধুলা শুরু করতে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) শেখ কামাল ক্রীড়াপল্লী পরিদর্শন করেছেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ শাহাদত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
অতিরিক্ত প্রশাসক মোঃ শাহাদত হোসেন শেখ কামাল ক্রীড়াপল্লী সরেজমিনে দেখে আগামি ১৫ দিনের মধ্যে মাঠ প্রস্তুত করে ফুটবল প্রতিযোগিতা শুরু করতে জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনকে জানালেন।
জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক রোমেন বলেছেন, দ্রুত মাঠ খেলার উপযোগী করে ফুটবল প্রতিযোগিতা শুরু করা হবে।
মঙ্গলবার শেখ কামাল ক্রীড়াপল্লী পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিযেশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা কোষাদক্ষ আল আমিন ভূইয়া, সদস্য দেলোয়ার হোসেন জাকির।# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 7, 2021 9:33 pm by প্রতি সময়