বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় শেখ রাসেল ১৯তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোমতী নদীতে বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
এতে ছেলেদের ১৫ কিলোমিটার এবং মেয়েদের ১০ কিলোমিটার প্রতিযোগিতায় প্রথম হয়েছে সেনাবাহিনীর ফয়সাল আহম্মেদ ও নৌ বাহিনীর সোনিয়া আক্তার। সাঁতারুরা বুড়িচং উপজেলার কংশনগর হতে দেবিদ্বার পর্যন্ত ওই সাঁতারে অংশ নেয়।
সাঁতার প্রতিযোগিতা শেষে দেবিদ্বার এ বি এম গোলাম মোস্তাফা স্টেডিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি রিয়ার এডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীম, কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার), কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিউদ্দিন, দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর, অফিসার ইনচার্জ (তদন্ত) খাদিমুল বাহার আবেদ জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, দেবিদ্বার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেন প্রমুখ।
Last Updated on June 14, 2023 11:26 pm by প্রতি সময়