গোমতী নদীতে ডাকাতির সময় দুই জলদস্যুকে অস্ত্রসহ হাতে নাতে আটক করেছে পুলিশ। সোমবার (৯ আগস্ট) রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার দাউদকান্দির গৌরিপুরে গোমতী নদীতে অভিযান পরিচালনা করে ৬টি দেশিয় অস্ত্রসহ জলদস্যুদের আটক করা হয়।
দাউদকান্দি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জুয়েল রানা ও গৌরিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলামের নেতৃত্বে গৌরিপুর তদন্ত কেন্দ্রের একটি পুলিশ টিম ওই অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপিস্থিতি টের পেয়ে আরো অস্ত্র গোমতী নদীতে ফেলে দিয়ে কয়েকজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক দুই জলদস্যু হলো- কুমিল্লার তিতাস উপজেলার ষোলকান্দি গ্রামের মৃত ফজর আলীর পুত্র মো বাহার উদ্দিন (৩৫) ও একই উপজেলার দড়িকান্দি গ্রামের আবদুল লতিফের পুত্র মোসলেম উদ্দিন (৩৬)।
আটক জলদস্যুদের কাছ থেকে ডাকাতি করার ৬ টি অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত দ্রুতগামী একটি নৌকা উদ্ধার করা হয়। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে বড় আকারের ধারালো ১টি তরোয়াল, ১টি ডেগার, ৩টি রামদা, ১টি সুইচ গিয়ার।
দাউদকান্দি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জুয়েল রানা বলেন, এই অভিযান আমাদের নিরাপদ নৌপথ প্রতিষ্ঠার প্রতিশ্রুতির অংশ। জলদস্যুরা করোনা লকডাউনের সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলো। কিন্তু আমরা আগ থেকেই গোমতী নদীতে ডাকাতির বিষয়টি নিয়ে সতর্ক ছিলাম। ফলে এই জলদস্যুরা ডাকাতি করার আগেই হাতে নাতে ধরে পড়ে। আটক ও পলাতক জলদস্যুদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ অস্ত্র আইনে মামলা হবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 10, 2021 4:31 pm by প্রতি সময়