রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
স্কাউটিং সম্প্রসারণের স্বীকৃতিস্বরুপ রৌপ্য ইলিশ’ পদক পেলেন রুহুল আমিন দেবিদ্বারের নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মত বিনিময় গণহত্যা দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় জেলের জালে ভয়ংকর সাকার মাছ কুমিল্লার মুরাদনগরে ৫৬ কেজি গাঁজা ও দেশিয় অস্ত্রসহ সাতজন গ্রেফতার কুমিল্লার বুড়িচংয়ে সমাজের সুবিধা বঞ্চিতরা পেলো মিথলমা সমাজ কল্যাণ ট্রাস্টের ইফতার সামগ্রী কুমিল্লার দাউদকান্দিতে তিশা বাসের চাপায় অটো রিকশার দুই যাত্রী নিহত ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত অনুশীলন ও অধ্যাবসায়ে গুরুত্ব দিয়ে জীবন গড়ে তুলতে হবে : দি অপটিমিষ্টস্ বাংলাদেশ’র মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো সুন্দরভাবে বাঁচার সাহস পাবে : আবুল হাসেম খান এমপি কুমিল্লার বুড়িচংয়ে ৯৯ পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দাউদকান্দিতে ১৩০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর মুন্সিগঞ্জে বেওয়ারিশ তালিকার লাশটি কুমিল্লার মুরাদনগরের প্রকৌশলী ইমতিয়াজের কুমিল্লার ছয় উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর মুরাদনগরে বিশ্ব পানি দিবসে আলোচনা ও র‍্যালী অনুষ্ঠিত আসুন রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াই : মুরাদনগরে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন  মুরাদনগরে চতুর্থ দফায় ভূমিহীন ১১৫ পরিবার পাবে নতুন ঘর সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার গুরুত্ব অনেক : আবুল হাসেম খান এমপি দাউদকান্দিতে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোমতী রক্ষায় হার্ডলাইনে কুমিল্লা জেলা প্রশাসন : মাটিখেকোদের অবৈধ ড্রেজারে আগুন

দেলোয়ার হোসেন জাকির (অতিথি রিপোর্টার)
  • আপডেট টাইম সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২১৬ দেখা হয়েছে

কুমিল্লার অহংকার গোমতী নদী।কিন্তু এই অহংকার ক্ষতবিক্ষত করে দিচ্ছে মাটিখেকোরা।ড্রেজার লাগিয়ে নদীর মূল্যবান সম্পদ মাটি লুটে নিচ্ছে সিন্ডিকেটধারিরা।গোমতী নদী রক্ষায় অবৈধভাবে মাটিকাটাদের বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসনের অভিযান, জেল-জরিমানা অব্যাহত থাকলেও থামানো যাচ্ছিল না মাটিখেকোদের।শেষ পর্যন্ত গোমতী রক্ষায় হার্ডলাইনে নেমেছে জেলা প্রশাসন।অবৈধভাবে গোমতী নদীর মাটিকাটার কাজে নিয়োজিত অবৈধ ড্রেজার জব্দ করে আগুনে পুড়িয়ে দিল জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

গোমতী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পাড়ের কৃষিজমিতে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে সাতটি ড্রেজার মেশিন ধ্বংস করে প্রশাসন।এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটা অবস্থায় কয়েকটি ড্রেজারে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সোমবার (১৬ এপ্রিল) কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়ায় গোমতী নদীর তিনটি স্পটে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।এ ছাড়া অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারি কয়েকটি ড্রেজার মেশিনও জব্দ করা হয়।

সোমবার বেলা ১২ টা থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা গোমতী রক্ষায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত নদীর পালপাড়া এলাকার তিনটি স্পটে অভিযান চালায়।পালপাড়া ভুইয়াবাড়ির ঘাটে চারটি অবৈধ ড্রেজার মেশিন, দূর্গাপুর ঘাটে বড় দুইটি ও একটি ছাউনি ঘর এবং আড়াইওড়া ঘাটে একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। এ সময় ম্যাজিষ্ট্রেট ও পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায় মাটি ও বালু উত্তোলনকারিরা।

কুমিল্লা গোমতী নদী রক্ষায় সকল ধরনের মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধের ঘোষনা দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসক। কুমিল্লা জেলা প্রশাসন থেকে জানা গেছে এবছর ১৪২৮ বাংলা সনে বালু উত্তোলনের ইজারা দেওয়া হয় নাই।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন, অবৈধ বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে জেলা প্রশাসন। বর্তমানে গোমতী নদী রক্ষায় ১৪২৮ বাংলা সনে ইজারা বন্ধ করা হয়েছে।

অভিযান পরিচালনাকারি কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাঈদ জানান, গোমতী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নিষেধাজ্ঞা অমান্য করে গোমতীর বাঁধে ও ভিতরে চরের কৃষিজমিতে মাটি কাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান চলছে, চলবে।

স্থানিয়রা জানান, গোমতী পাড়ের কৃষকের ফসলী জমি কেটে নিয়ে যাচ্ছে বালু ও মাটি ব্যবসায়ীরা। এতে ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে।  কুমিল্লার শস্যভান্ডার হিসেবে পরিচিত গোমতীর চরের কৃষি জমির এক তৃতীয়াংশই বিলীন হয়ে যাচ্ছে অবৈধভাবে মাটি কাটার ফলে।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

Last Updated on April 26, 2021 10:39 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102