বর্ষা মৌসুমে খুব বেশি খরস্রোতা কুমিল্লার গোমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে জিহাদ (১৪) নামের এক স্কুলছাত্র। বুধবার (৭ জুলাই) কুমিল্লা নগরীর টিক্কাচর এলাকায় গোমতী পাড়ে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। সন্ধ্যা পর্যন্ত ডুবুরিদের একটি দল অনুসন্ধান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।জিহাদ কুমিল্লা নগরীর চান্দপুর হারুন স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র।
জিহাদের বাবা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১ টায় বন্ধুদের সাথে গোমতীর টিক্কাচর ব্রীজ সংলগ্ন পশ্চিম পাশের চর এলাকায় ফুটবল খেলে বেলা সোয়া ১২টায় নদীতে গোসল করতে নামে।এসময় স্রোতে জিহাদ তলিয়ে যেতে থাকলে তার চিৎকারে সহযোগীসহ স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে ব্যর্থ হওয়ার পর বিকেল ৫টায় চাঁদপুর থেকে ৬ সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়। কিন্তু সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুসন্ধান চালিয়েও জিহাদকে উদ্ধার করা যায়নি।
জিহাদের বাবা আলমগীর জানান, সে কখনো চর এলাকায় খেলতে আসতো না। পরিবারের অজান্তে সে চরে খেলতে এসেছিল। এভাবে ছেলেটা মা-বাবার বুক খালি করে নদীর পানিতে তলিয়ে যাবে, এটা ভাবতেই পারছি না।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 7, 2021 9:52 pm by প্রতি সময়