রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

গ্রামীণ জনপদে জ্ঞানের বাতিঘর হারুন-অর রশিদ পাঠাগার

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ২০৬ দেখা হয়েছে
পাঠাগারের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মো. শওকত ওসমান

একটি জাতির উন্নতি নির্ভর করে শিক্ষার ওপর। শুধু পুঁথিগত শিক্ষাই নয়, পাশাপাশি প্রয়োজন আরো নানা বিষয়ে জ্ঞান অর্জন করা।আর সেই জ্ঞান অর্জনের জন্য পাঠাগারের ভূমিকা অপরিসীম।এমন সৃজনশীল লক্ষকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারের শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল গ্রামে জ্ঞানের আলো ছড়াতে হারুন-অর রশিদ পাঠাগারের যাত্রা শুরু হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে ভূতাইল মো. হারুন-অর রশিদ-বিএসসির বাড়িতে এ পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মো. শওকত ওসমান।

সভাপতিত্ব করেন মো. হারুন-অর রশিদ-বিএসসির সুযোগ্য সন্তান চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, শ্রীকাইল ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ বশীর, মো. হারুন অর রশিদ (বিএসসি), কথা সাহিত্যিক আবদুস সাত্তার।

বক্তারা বলেন, গ্রামীণ জনপদে জ্ঞানের আলো ছড়াতে এ পাঠাগার বড় ভূমিকা রাখবে।  কেবল তাই নয়, শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ যুবারাও এখানে এসে তাদের পছন্দমতো পত্র-পত্রিকা, বই, উপন্যাসসহ বিভিন্ন বিষয়ের উপর লেখা বই পড়ে মননশীল হয়ে উঠবে।  সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে পাঠাগার হয়ে উঠতে পারে একটি বড় হাতিয়ার।

মাহবুবুল হাসান সরকার কমলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবু সালেহ খসরু, আনোয়ার হোসেন আনু, রফিকুল ইসলাম বাহাদুর, মো. জসিম উদ্দিন, ফজলুল হক বাবুল, ভূতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি রাণী, সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিয়া নুসরাত নাজমা, মুরাদনগর প্রেসক্লাবের সহ-সভাপতি এম কে আই জাবেদ,  শ্রীকাইল ইউনিয়ন যুব লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক  মাহাবুব ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোমেন ইকবাল, অর্থ সম্পাদক আশ্রাফুল জামিল, প্রচার সম্পাদক রেজাউল করিম, সদস্য আক্তার হোসেন, ব্যবসায়ী মুবুল সরকার, রেজাউল করিম, মোঃ রনি, স্বপ্নতরী সামাজিক উন্নায়ন সংগঠনের সদস্য আহসানুল হক বনফুল, সুমন মীর, মুন্সী মো. মাহফুজ, মো. মামুন, মো. ইউসুফ, সুজন মুন্সী, মো. সোহরাব হোসেন, মেহেদি হাসান প্রমুখ।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় ডট কম protisomoy.com –এ চোখ রাখুন এবং প্রতিসময় protisomoy ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়াও protisomoy ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটন ক্লিক করে নতুন নতুন সংবাদ ও বিনোদন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

Last Updated on December 27, 2020 11:24 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102